বাড়তি ১২টি স্পেশাল ট্রেন! জয়েন্ট উপলক্ষ্যে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের

Published on:

img_20240427_203103

আগামীকাল রাজ্যে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতি বছরের ন্যায় এ বছরেও জয়েন্ট উপলক্ষে ভারতীয় রেলের পক্ষ থেকে হাওড়া ডিভিশনে ১২টি স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই উদ্যোগ রেল কর্তৃপক্ষের।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওই দিন হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৬ জোড়া অতিরিক্তি ট্রেন চলবে বলে বলে জানান হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ট্রেনের সময়সূচি –

WhatsApp Community Join Now

আপ লাইনে

  • ৩৬০৮১ হাওড়া – মশাগ্রাম লোকাল (ছাড়বে – ৫:৪৫ মিনিটে)
  • ৩৭২১৭ হাওড়া – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৭:০৫ মিনিটে)
  • ৩৭০৪১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৭:৩০ মিনিটে)
  • ৩৭০১১ হাওড়া – শ্রীরামপুর লোকাল (ছাড়বে – ৭:৪৫ মিনিটে)
  • ৩৭০৬১ হাওড়া – শেওড়াফুলি লোকাল (ছাড়বে – ৫ টায়)
  • ৩৭৫১১ বালি – ব্যান্ডেল লোকাল (ছাড়বে – ৫:৫২ মিনিটে)

ডাউন লাইনে

  • ৩৬০৮২ মশাগ্রাম – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:০৬ মিনিটে)
  • ৩৭২৩০ ব্যান্ডেল – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২৮ মিনিটে)
  • ৩৭০৪২ শেওড়াফুলি – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:২০ মিনিটে)
  • ৩৭০১২ শ্রীরামপুর – হাওড়া লোকাল (ছাড়বে – ৮:৪০ মিনিটে)
  • ৩৭০৬২ শেওরফুলি – হাওড়া লোকাল (ছাড়বে – ৬:১৩ মিনিটে)
  • ৩৭৫১২ ব্যান্ডেল – বালি লোকাল (ছাড়বে – ৪:২৫ মিনিটে)

ছাত্র ছাত্রীদের মেট্রো পরিষেবা!

ভারতীয় রেলের পাশাপাশি কলকাতা মেট্রো জয়েন্ট উপলক্ষ্যে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথম পরিষেবা

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)
  • দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)
  • দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)

শেষ পরিষেবা

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ২৭ মিনিটে (অপরিবর্তিত)
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ২৮ মিনিটে (অপরিবর্তিত)
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত)
  • কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত)
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন