বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ইডেন গার্ডেন্সে শেষ 124 রানের লক্ষ্য পূরণ করে দিলেই জিতে যেতে পারত ভারত। তবে নাটকীয় মুহূর্তে শুভমন গিলের দলকে সেই কাজটা করতে দেয়নি টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে হারের হুমকির মুখে পড়লেও শেষ পর্যন্ত 30 রানে নাটকীয় জয় পায় প্রোটিয়ারা। এদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সামান্য রান করতে না পারায় লজ্জা বাড়িয়েছে টিম ইন্ডিয়া। যার জেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীরের দল (India On WTC Points Table)।
হারের পর WTC পয়েন্ট তালিকায় পতন ভারতের
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয়ের পর 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে এসেছে ভারতীয় দল। বলাই বাহুল্য, মোট 8 ম্যাচের 4টিতে জিতে ভারতের ঘরে এসেছে 54.17 শতাংশ অর্থাৎ 52 পয়েন্ট। এর আগে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছিল টিম ইন্ডিয়া। জানিয়ে দিই, শেষবারের মতো চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তিনটি টেস্ট অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিতে হেরে এখন চতুর্থ স্থানে ভারত। আগামী দিনের জয় খুঁজতে না পারলে অবস্থান বদলাবে সেটাই স্বাভাবিক।
অবশ্যই পড়ুন: ইডেনে হেরে লজ্জা বাড়ালেও WTC তে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখলেন জাদেজা
দক্ষিণ আফ্রিকার উত্থান ও অন্যান্যদের অবস্থান
কলকাতা টেস্টে হেরে ভারতের অবনতি হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় লাফ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আগে তারা ছিল চতুর্থ স্থানে। বলে রাখি, এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 66.67 শতাংশ পয়েন্টে (এমনি পয়েন্ট 24) এগিয়ে রয়েছে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অপরাজিত থেকে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে জায়গা করেছে শ্রীলঙ্কা। বলাই বাহুল্য, তিন টেস্টের তিনটিতেই জিতে 100 শতাংশ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতে এবং দুটি ড্র করে 66.67 শতাংশ পয়েন্ট অর্থাৎ 16 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে ভারতের পর পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট মাত্র 12।
পাকিস্তানের পর, 5 ম্যাচের দুটিতে জয়, দুটিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে 26 পয়েন্টে তালিকার ষষ্ঠ স্থানে ইংল্যান্ড, 4 পয়েন্টে সপ্তম স্থানে বাংলাদেশ। এদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পয়েন্ট তালিকার সকলের থেকে পয়েন্টের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। টিম ইন্ডিয়ার খাতায় যোগ হয়েছে 52 পয়েন্ট।