প্রীতি পোদ্দার, কলকাতা: ফের SSC কে নিয়ে রাজ্যের শিক্ষা মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ তুলে ধরেছে যোগ্য প্রার্থীরা। অভিযোগ উঠেছে—প্রকাশিত নতুন তালিকায় একাধিক ‘অযোগ্য’ প্রার্থীর নাম রয়েছে, অথচ বহু যোগ্য পরীক্ষার্থী, এমনকি দারুন মার্কস তোলা নবীন পরীক্ষার্থীরাও ইন্টারভিউর ডাকে জায়গা পাননি। তাই এবার সেই নিয়ে মামলা করা হল হাইকোর্টে (SSC Interview List)।
ইন্টারভিউয়ের তালিকা নিয়ে জোর বিতর্ক
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিলে ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। সেই সময় চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। সেই অনুযায়ী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় SSC। একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই গত শনিবার রাতে একাদশ-দ্বাদশের ইন্টারভিউর তালিকা প্রকাশ করেছে এসএসসি। যা দেখে ইন্টারভিউয়ের তালিকায় অনেকের নাম না থাকায় চাকরিহারাদের একাংশ ক্ষুব্ধ। আর তাই নিয়ে এবার হাইকোর্টে ফের SSC-র বিরুদ্ধে মামলা করল এক পার্টটাইম শিক্ষক।
SSC-র বিরুদ্ধে মামলাকারীর অভিযোগ
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ সোমবার, SSC- র বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক পার্টটাইম শিক্ষক। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এ দিন আদালতে জানিয়েছেন যে, ‘সম্প্রতি এসএসসি যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে তাতে সুযোগ পেয়েছেন অযোগ্যরা। দেখা গিয়েছে তালিকায় নাম রয়েছে টেন্ডেড প্রার্থীদের। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, কোনও অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তাহলে কেন সেই নির্দেশ অমান্য করা হয়েছে? শুধু তাই নয়, প্রাইমারি স্কুলে চাকরি করেছেন এমন অনেকেই শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন। আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাঁদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে একই সুবিধা নিয়েছেন। যেটি সম্পূর্ণ অনৈতিক।’
আরও পড়ুন: পর্ষদের নির্দেশ অমান্য! বাংলার এই স্কুলগুলিতে গাওয়া হবে না রাজ্য সঙ্গীত
কবে হবে শুনানি?
জানা গিয়েছে SSC-র বিরুদ্ধে দায়ের করা এই মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার বিচারপতি এই মামলার শুনানি করবে। এদিকে এই মামলা প্রসঙ্গে এক চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “নাম নেই তালিকায়। কাট-অফের থেকে তিন নম্বর কম পেয়েছি। অথচ তালিকায় অযোগ্য বলে পরিচিত যারা, তাদেরকেও ডাকা হয়েছে!” যদিও এসএসসি কর্তৃপক্ষ জানাচ্ছে, SSC ইন্টারভিউ তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ নিয়ম অনুসারে। এ বছর একাদশ–দ্বাদশে শূন্যপদ রয়েছে ১২,৪৪৫টি। তাই তালিকায় ডাকা হয়েছে ২০ হাজার পরীক্ষার্থীকে, অর্থাৎ প্রতি শূন্যপদের জন্য ১৬ জন। এবার দেখার পালা হাইকোর্টের রায় কোন দিকে মোড় নেয়।