জনসংখ্যা ৩.৬৬ কোটি, আধার কার্ড ইস্যু হয়েছে ৪.৯৬ কোটি! চাঞ্চল্যকর ঘটনা কেরালায়

Aadhaar Card in Kerala

সৌভিক মুখার্জী, কলকাতা: জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড! এমনই ঘটনা ঘটল দক্ষিণ ভারতের কেরালায় (Aadhaar Card in Kerala)। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই অনুযায়ী জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কেরালার জনসংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৬৩ হাজার হলেও আধার কার্ড ইস্যু করা হয়েছে ৪ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার ২৮২টি। ফলত, মাঝে এই ৪৯ লক্ষের বেশি আধার কার্ডে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে! কিন্তু কীভাবে তৈরি হল এই বাড়তি আধার কার্ড?

সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী কোচিভিত্তিক আরটিআই কর্মী রাজু ভাজাকালা আধারের এই অসঙ্গতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আধারের এই অমিল শুধুমাত্র সিস্টেমের ডেটা হাইজিনের ত্রুটি ছাড়া আর কিছুই নয়। আর এর মূল কারণ হল মৃত ব্যক্তিদের আধার কার্ডগুলিকে সময়মতো বাতিল বা নিষ্ক্রিয় না করা। যদিও UIDAI ইতিমধ্যেই আধার সিস্টেমের সঙ্গে মৃত ব্যক্তিদের নিবন্ধনের তথ্য সংযুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও মৃত ব্যক্তিদের আধার কার্ডের অপব্যবহারের ঝুঁকি এখনও পর্যন্ত এড়ানো সম্ভব হয়নি।

দেশব্যাপী বৈষম্য

তবে সবথেকে মজার বিষয়, এই বৈষম্য শুধুমাত্র কেরালার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গোটা দেশজুড়ে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড ইস্যু করা হয়েছে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১.৪১ বিলিয়ন, আর আধার কার্ড ইস্যু করা হয়েছে মোট ১.৪২ বিলিয়নেরও বেশি। মূলত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে এই ভারসাম্যহীনতা সবথেকে বেশি।

UIDAI কী বলছে?

তবে এই তথ্য সামনে আসতেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দাবি করছে যে, তারা মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য বদ্ধ পরিকর এবং পরিচয় জালিয়াতি রোধ করতে সক্রিয়ভাবেই কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, UIDAI ভারতের রেজিস্ট্রার জেনারেলের সহযোগিতায় সিআরএস-এর মাধ্যমে ২৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোটামুটি ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে। সেগুলি যাচাইকরণের পর ১ কোটি ১৭ লক্ষ আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আজই মৃত্যুদন্ড দেওয়া হতে পারে হাসিনাকে! মামলার রায় ঘোষণার আগেই উত্তাল ঢাকার রাজপথ

বলাবাহুল্য, চলতি বছরের ৯ জুন UIDAI myAadhaar পোর্টালের মাধ্যমে পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্টিং এর জন্য একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে সরাসরি পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্ট বা মৃত ব্যক্তির আধার নম্বর ও মৃত্যু নিবন্ধন প্রবেশ করানো যায়। যার ফলে UIDAI খুব সহজেই আধার যাচাই করতে পারবে এবং মৃত ব্যক্তিদের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারবে।

Leave a Comment