বন্ধ হবে দুয়ারে রেশন! মামলা দায়ের সুপ্রিম কোর্টে

Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকল্প হোক কিংবা কর্মসূচি যে কোনো ক্ষেত্রেই রাজনৈতিক তরজা কেজেই রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আর্থিক তছরুপের অভিযোগ তুলে বছরের পর বছর ১০০ দিনের কাজের কাজ বন্ধ রেখেছে মোদি সরকার। শুধু এক্ষেত্রে নয়, গরীবদের আবাস যোজনার ক্ষেত্রে একই চিত্র দেখা দিয়েছে, এমতাবস্থায় যেখানে রাজ্য সরকার চাপের মুখে পড়েছে সেখানে দাঁড়িয়ে কেন্দ্র এবার টার্গেট করল গরীবের দুয়ারে রেশনকে। পরিষবে বন্ধ করার জন্য, রীতিমত মামলা তুলল সুপ্রিম কোর্টে (Supreme Court)।

পরিষেবা বন্ধ করতে মামলা কেন্দ্রের

সাধারণত ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন চালু করেছিলেন তাঁদের জন্য, যাঁরা শারীরিকভাবে অক্ষম। দেশজুড়ে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সকলেই বিনামূল্যে রেশন পান। শুধু তাই নয় বহু ক্ষেত্রে সেই রেশন পৌঁছে দেওয়া হয় বাড়ির দরজায়। কিন্তু এখন সেই প্রকল্প নিয়ে এবার কড়াকড়ি হল কেন্দ্র। সম্প্রতি NDA শাসিত অন্ধপ্রদেশে বন্ধ হয়েছে দুয়ারে রেশন পরিষেবা। পাশাপাশি দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের সময় এই প্রকল্প বন্ধ করা হয়েছে। এবার টার্গেট করা হল পশ্চিমবঙ্গকে। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, দুয়ারে রেশন পরিষেবা বন্ধ করতে সুপ্রিম কোর্টে এবার মামলা ঠুকল কেন্দ্র। আগামী বুধবার এই মামলার শুনানি হতে চলেছে।

আইন লঙ্ঘনের অভিযোগ তুলল কেন্দ্র

সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ডিরেক্টর সীতারাম মিনা ২৭২ পাতার পিটিশন ফাইল করেছিলেন। যেখানে বলা হয়েছিল, রা‌জ্য সরকার নিজের চালু করা যে কোনও প্রকল্পে ইচ্ছেমতো খাদ্যশস্য বণ্টন করতেই পারে। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে তা চলবে না। তাছাড়া যেখানে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু রয়েছে সেখানে এই সুবিধা খাটে না। ফলে যে কোনও গ্রাহক দেশের যে কোনও রেশন দোকান থেকে চাল-গম তুলতে পারেন। তাই এক্ষেত্রে আইন লঙ্ঘন করছে পশ্চিমবঙ্গ সরকার। তাই দুয়ারে রেশন বন্ধ তোকরার পাশাপাশি আর্থিক জরিমানা দেওয়া হোক বলেও স্পষ্ট জানানো হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের আবহে ফের পাহাড় নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত! মোদীকে দ্বিতীয়বার চিঠি মমতার

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন নিয়ে প্রথম থেকেই সমস্যা হচ্ছিল বলে বিরোধিতা করে এসেছিল ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, শীত-গ্রীষ্ম-বর্ষা, বাড়ি বয়ে রেশন দিতে অনেক সমস্যায় পড়তে হয়। দোকান থেকে দুয়ারে খাদ্যশস্য নিয়ে যেতে নষ্ট হয় চাল-গম। তা ভরপাইয়ে কেন্দ্র বাড়তি খাদ্যশস্য বা অর্থ কিছু‌ই দেয় না। ফলে আদতে দোকানদারদেরই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। কিন্তু তারপরও মানবিকতার খাতিরে এই বিশেষ ব্যবস্থা বজায় রেখে আসছেন তাঁরা। এবার দেখার পালা সুপ্রিম কোর্টের রায়ের গুটি কর ঘরে যায়, কেন্দ্র নাকি রাজ্য!

Leave a Comment