SSC-র শূন্যপদ নিয়ে বড় ভাবনা রাজ্য সরকারের! চাকরিপ্রার্থীদের সুখবর শোনালেন ব্রাত্য বসু

Bratya Basu on SSC vacancies after protesters deadline

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত তালিকায় নাম না থাকা নিয়ে সোমবার বিকাশভবন অভিযানে রাজপথে নামেন SSC র নতুন চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয়, এদিন নিজেদের অবস্থানে অনড় থেকেই রাজ্য সরকারকে 3 ঘন্টা সময় বেঁধে দেন তাঁরা। আর ঠিক সেই আবহে এবার নবম-দশম এবং দ্বাদশ ও একাদশে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ বাড়তে পারে বলেই ইঙ্গিত দিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu on SSC Vacancies)। মন্ত্রী আভাস দিলেন, স্কুল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ কিছুটা বেড়ে যেতে পারে।

শিক্ষা মন্ত্রীর বক্তব্য

একদিকে কমিশনের তরফে প্রকাশিত তালিকা দেখে মাথায় হাত নতুন চাকরিপ্রার্থীদের। সেই আবহে আশার আলো দেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য। সোমবার তিনি সকল চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ জানিয়ে বললেন, নতুন এবং পুরনো উভয় চাকরিপ্রার্থীদের কাছে আমার অনুরোধ, পুরো প্রক্রিয়াটাকে একটু সময় দিন। নিয়োগ প্রক্রিয়া চলছে। সেটা সম্পূর্ণ হতে দিন। ব্রাত্য বসুর কথায়, “শিক্ষক নিয়োগের কাজ চলছে। সেই প্রচেষ্টা সম্পূর্ণ হওয়ার জন্য সময় দিতে হবে। আমরা চাই না একজনও যোগ্যপ্রার্থী বঞ্চিত হোক। তাই শূন্যপদ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রাথমিক পর্বের আলোচনা চলছে। তাই সময় দিন। আইনি পরামর্শ ছাড়া এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।”

সোমবার অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাদ দেওয়ারও দাবি তুলেছেন নতুন চাকরিপ্রার্থীরা। এছাড়াও নবান্ন অভিযানে অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের একটা বড় অংশের অভিযোগ, পরীক্ষায় 60 এর মধ্যে 60 পেয়েও অনেকেই ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। তাঁদের জিজ্ঞাস্য, পুরো নম্বর পাওয়া সত্ত্বেও যদি ইন্টারভিউয়ে না বসা যায় তাহলে আর শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা কোথায়? এ বিষয়ে অবশ্য রাজ্যের শিক্ষা মন্ত্রীর বক্তব্য, “এই ধরনের বিষয় আমার জানা নেই।” বরং ব্রাত্য একেবারে খোলাখুলি বলেন, রাজ্যে একেবারে স্বচ্ছতার সাথেই নিয়োগ চলছে। তবে কারোর কোনও অভিযোগ থাকলে তা নির্দ্বিধায় স্কুল সার্ভিস কমিশনকে জানানো যেতে পারে।

অবশ্যই পড়ুন: SIR আবহে অবাক দৃশ্য! বাংলাদেশে পালানোর জন্য বর্ডারে দাঁড়িয়ে অসংখ্য অনুপ্রবেশকারী

প্রসঙ্গত, সোমবার সকল চাকরিপ্রার্থীদের একপ্রকার আশ্বাস দিয়েই রাজ্যের শিক্ষা মন্ত্রী চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে বলেছেন! বলেছেন, একজন যোগ্য প্রার্থীও বাদ পড়বে না। তাছাড়াও মুখ্যমন্ত্রীর সাথে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ বাড়ানোর যে ইঙ্গিত ব্রাত্য দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে আগামীতে হয়তো চাকরিপ্রার্থীদের দিকে মুখ তুলে চাইতে পারে সরকার। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার।

Leave a Comment