সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার সংবাদ। কারণ, জনপ্রিয় প্রিমিয়াম ব্র্যান্ড স্যামসাংয়ের ফোন নিয়ে যদি ভেবে থাকেন, তাহলে Samsung Galaxy A35 5G মডেলের উপর এবার 15,000 টাকা ছাড় মিলছে। হ্যাঁ, যে ফোনটি 33,999 টাকায় লঞ্চ হয়েছিল, সেটা এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। জানতে আগ্রহী হলে প্রতিবেদনটি পড়ুন।
অ্যামাজনে বিরাট ছাড় Samsung Galaxy A35 5G ফোনে
বলাবাহুল্য, অ্যামাজনে চলতি সেলে Samsung এর এই প্রিমিয়াম ফোনটি মাত্র 18,449 টাকায় বিকোচ্ছে। এই ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল 33,999 টাকায়। ফলত প্রায় 15 হাজা টাকা ছাড় মিলছে ফোনটিতে। এখানেই শেষ নয়, ফোনটির সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার এবং এক্সচেঞ্জ বোনাস। তাই পুরনো ফোনের অবস্থা ও ব্র্যান্ড অনুযায়ী আরও বেশ কিছু টাকা ছাড় মিলতে পারে। ফলে দামের হিসেবে এটি Samsung এর বেস্ট ভ্যালু ফর মানি ফোনগুলির মধ্যে একটি হতে পারে।
ফ্লিপকার্টেও দারুণ ছাড়
এদিকে শুধু অ্যামাজন নয়, বরং ফ্লিপকার্টও এই ফোনটিতে বিরাট ছাড় দিচ্ছে। এখানেও 8GB + 256GB ভেরিয়েন্টের ফোনটি মাত্র 23,999 টাকায় পাওয়া যাচ্ছে। তাই যারা অ্যামাজনের অফার মিস করেছেন বা ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এটি বেশ সেরা সুযোগ।
Samsung Galaxy A35 5G ফোনটিতে কী রয়েছে?
Samsung এর এই ফোনটি শুধুমাত্র দামের দিক থেকে নয়, বরং স্পেসিফিকেশনের দিক থেকেও একদম টপ ক্লাস। ফোনটিতে পাওয়া যাবে—
- 6.6 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে, যা রং এবং ব্রাইটনেসের দিক থেকে সেরার সেরা পারফরমেন্স দেবে।
- এই ফোনটিতে প্রসেসর হিসাবে নতুন Exynos 1380 চিপসেট দেওয়া রয়েছে, যা মাল্টি-টাস্কিং থেকে শুরু করে গেমিং, বা যেকোনও অ্যাপ চালানোর জন্য সেরা পারফরমেন্স দেবে।
- ছবি, ভিডিও কিংবা ফাইল সংরক্ষণ করে রাখার জন্য সর্বোচ্চ 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা রয়েছে।
- ক্যামেরা হিসেবে পিছনে একটি 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে।
- ফোনটিতে 5000mAh ব্যাটারির সঙ্গে 25W ফার্স্ট চার্জিং পাওয়া যাবে।
- ফোনটি Android 14 ভিত্তিক One UI 6.1 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে।
আরও পড়ুনঃ ড্রাইভার ছাড়াই মাথার উপর দিয়ে ছুটবে গাড়ি! ভারতে চালু হচ্ছে পড ট্যাক্সি
তাই যারা বাজেটের মধ্যে ধামাকাদার ফোন খুঁজছিলেন, তারা এই অফার লুফে নিতে মোটেও ভুলবেন না। কারণ, এরকম অফার সচরাচর আর আসবে না।