সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজে থাকলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে ১৪,৯৬৭টি শূন্যপদে অশিক্ষক ও শিক্ষক নিয়োগের (KVS And NVS Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হল।
কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৪,৯৬৭ শূন্যপদে নিয়োগ
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে শিক্ষক এবং অশিক্ষক নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ১৪,৯৬৭টি। এর মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে ৯,১২৬টি শূন্যপদ এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে শূন্যপদ রয়েছে ৫,৮৪১টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
শিক্ষক ও অশিক্ষকের মধ্যে বিভিন্ন রকম পদ রয়েছে এবং প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগবে। যেমন—
- সহকারী কমিশনার পদে আবেদন করতে গেলে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- অধ্যক্ষ পদে আবেদন করার জন্য বিএড ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করার জন্য স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড থাকতে হবে।
- প্রাথমিক শিক্ষক পদে আবেদন করার জন্য যেকোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া মাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর বয়স চাওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে শুরুতেই প্রার্থীদের ২,০৯,২০০ টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
জানা যাচ্ছে, অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে https://www.cbse.gov.in/ , https://kvsangathan.nic.in/ এবং https://navodaya.gov.in/ এর মধ্যে যেকোনও একটি সাইটে প্রবেশ করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- এরপর নতুন আবেদনকারী গুলো রেজিস্ট্রেশন করে নিন।
- এবার আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করে দিন।
বলার বিষয়, এখানে আবেদন করার জন্য এসটি/এসটি প্রার্থীদের ৫০০ টাকা করে ফি লাগবে। তবে অন্যান্য প্রার্থীদের ২৮০০ টাকা ফি দেওয়া লাগবে।
আরও পড়ুনঃ দারুণ ক্যামেরা, প্রসেসর! Samsung Galaxy A35 5G-তে মিলছে ১৫ হাজার টাকা ছাড়
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে গত ১৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সরে নেবেন।
KVS And NVS Official Notification- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।