বিনিয়োগকারীদের মুখে শুধুই হাসি ফুটিয়েছে এই ৪ স্টক, টাকা রেখেছিলেন নাকি!

Best Performing Stocks 2025 These 5 stocks have benefited investors

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ার বাজারের দুনিয়ায় ঢুকতে হলে ঝুঁকি নিতে শিখতে হবে!” প্রায়শই এমন উক্তি শোনা যায় অভিজ্ঞ বিনিয়োগকারীদের মুখে। যাঁরা শেয়ার বাজার বা স্টক মার্কেটের DNA বোঝেন, তাঁরা জানবেন এই বাজার যেমন একজন ব্যক্তিকে 100 থেকে শূন্যতে নামিয়েছে, তেমনই রাতারাতি কোটিপতিও বানিয়েছে। আর সেই সব উদাহরণকে সামনে রেখেই স্টক মার্কেটে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা।

যদিও, সাম্প্রতিক সময়ে বেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে শেয়ার মার্কেট। তবে অবাক করা বিষয়, দীর্ঘ অনিশ্চয়তার পর্ব পেরিয়েও বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়েছে বেশ কিছু স্টক। এরমধ্যে বেশ কয়েকটি স্টক অল্প সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। সবমিলিয়ে লাভের ঘরে থাকা কিছু স্টক থাকল আজকের প্রতিবেদনে (Best Performing Stocks 2025)।

বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই 4 স্টক

র‍্যামসন্স প্রজেক্ট লিমিটেড

বর্তমান সময়ে স্টক মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মাঝেও সমস্ত বাধা অতিক্রম করে একপ্রকার দাবানলের গতিতে এগিয়ে যাচ্ছে র‍্যামসন্স প্রজেক্ট লিমিটেড স্টকটি। গত 7 নভেম্বর এই স্টকটি 4.99 শতাংশ বেড়ে সার্কিট হিট করেছিল। বলাই বাহুল্য, মাত্র এক মাসের মধ্যে এই স্টক 262.65 টাকা থেকে চলতি নভেম্বরে 407.15 টাকায় পৌঁছেছে। এই মুহূর্তে এই স্টকের দাম 427.50 টাকা। এই স্টকটি 262.65 টাকা থেকে আজ 427.50 টাকায় উঠেছে। অর্থাৎ 262.65 তে থাকাকালীন এই স্টকে যদি কেউ 10,000 টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে তিনি 20,000 টাকারও বেশি পেতেন।

রামচন্দ্র লিসিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড

বিগত দিনগুলিতে সমস্ত বাধা অতিক্রম করে লাফিয়ে বেড়েছে এই স্টকটি। রামচন্দ্র লিসিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড স্টক যেখানে একটা সময় 5.36 টাকা ছিল আজকের দিনে সেই স্টক বেড়ে 8.54 টাকা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও প্রায় দ্বিগুণ হয়েছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ। বিশেষজ্ঞদের মতে, আগামীতেও এই স্টকটি বহুদূর যেতে পারে।

ঘুনিশ ফিনট্রেড ওসিয়ান লিমিটেড

বিগত কয়েকদিনে একেবারে লাফিয়ে বেড়েছে এই স্টক। জানলে অবাক হবেন, মাত্র কিছুদিনে এই স্টকটির দাম 58 শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেষবারের মতো 7 নভেম্বর এই স্টকটি 4.98 শতাংশ বৃদ্ধি পেয়ে আপার সার্কিট ছুঁয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই স্টকটি 12.22 টাকা থেকে বেড়ে 19.38 বা তার থেকেও বেশিতে ট্রেড করেছে। সেই সাথে সংস্থাটির মার্কেট ক্যাপ কিছুদিনে 9 কোটি টাকা ছাপিয়ে গিয়েছে।

অবশ্যই পড়ুন: KKR থেকে রাসেলের বিদায়ের কারণ ইনি! প্রকাশ্যে এল নাম

নিউট্রিসার্কেল লিমিটেড

এই স্টকটি শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। 1993 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির বর্তমান মার্কেট ক্যাপ 236 কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই স্টকটি 236 টাকায় বিক্রি হচ্ছে। বিগত দিনগুলিতে এই স্টক বিনিয়োগকারীদের শুধুই লাভবান করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই স্টক বিনিয়োগকারীদের নিরাশ করবে না।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment