সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থাভাব যাতে পড়ুয়াদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার একের পর এক স্কলারশিপ চালু করে রেখেছে। আর ঠিক তেমনই একটি স্কলারশিপ হল আদিত্য বিড়লা স্কলারশিপ (Aditya Birla Scholarship), যার আওতায় ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি মেলে। কিন্তু কীভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কী এই আদিত্য বিড়লা স্কলারশিপ?
জানিয়ে রাখি, আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড এবং তার সহ প্রতিষ্ঠানগুলির মাধ্যমেই এই আদিত্য বিড়লা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। মূলত সমাজের উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ করে। মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ তাদের উদ্যোগেরই একটি অংশ।
কারা কত টাকা করে বৃত্তি পায়?
এই স্কলারশিপের আওতায় ক্যাটাগরি হিসেবে বৃত্তির পরিমাণ নির্ধারণ করা হয়। যেমন—
- নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা ২৫,০০০ টাকা বৃত্তি পায়।
- যারা সরকারি কলেজে ৩ বছরের জন্য জেনারেল গ্রাজুয়েশন করে, তাদের ৩০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
- যারা ৪ বছরের জন্য সরকারি কলেজে কোনও প্রফেশনাল কোর্সে গ্রাজুয়েশন করে, তাদের ৪৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
- যারা কোনও প্রফেশনাল বা পিজি কোর্স করছে যেমন IIT, NIT, তাদের ৬০,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
কী কী যোগ্যতা লাগে?
আদিত্য বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হয়। যেমন—
- এই স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য। ছেলেরা এতে আবেদন করতে পারবে না।
- সর্বশেষ পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- সংশ্লিষ্ট ছাত্রীকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে buddy4study এর অ্যাকাউন্টে লগইন করুন।
- যদি নতুন আবেদনকারী হন, তাহলে ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করুন।
- এরপর “Aditya Birla Capital Scholarship 2025-26” অপশনটিতে ক্লিক করে সঠিক ক্যাটাগরি বাছুন।
- এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিন।
আরও পড়ুনঃ বেতন ২ লক্ষের উপরে! মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১৪,৯৬৭ শূন্যপদে নিয়োগ
কী কী ডকুমেন্ট দরকার হয়?
আদিত্য বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি চাওয়া হয় সেগুলি হল—
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- পরবর্তী ক্লাসের মার্কশিট,
- আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড,
- পরবর্তী ক্লাসে ভর্তির প্রমাণপত্র,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস,
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট,
- টিউশন, হোস্টেল বা বই কেনার খরচের রশিদ।
বলে রাখি, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এই স্কলারশিপের জন্য যোগ্য, তারা অবশ্যই আবেদন সেরে নেবেন।