সহেলি মিত্র, কলকাতা: মাত্র ৩৪ বছর বয়সে পথচলা থামল বিখ্যাত গায়কের। জানা গিয়েছে, দীর্ঘ কয়েকদিন ধরে যমে মানুষে টানাটানির পর বিখ্যাত ওড়িয়া গায়ক হিউম্যান সাগর (Humane Sagar) প্রয়াত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মাত্র ৩৪ বছর বয়সে তিনি মারা যান। স্বাভাবিকভাবেই তাঁর এহেন আকস্মিক চলে যাওয়া কেউ মানতে পারছেন না। সাগরের মৃত্যুতে ওড়িয়া চলচ্চিত্র এবং সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।
মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত বিখ্যাত গায়ক
চিকিৎসকরা মনে করছেন, হিউম্যান সাগর মাল্টি-অর্গান ডিসফাংশন সিনড্রোমের কারণে মারা গেছেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত তিন দিন ধরে তিনি ভুবনেশ্বরের এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১৪ নভেম্বর দুপুর ১:১০ টার দিকে, হিউম্যান সাগরকে গুরুতর অবস্থায় এইমস-ভুবনেশ্বরে আনা হয়। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে মেডিকেল আইসিইউতে ট্রান্সফার করেন এবং অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। রিপোর্টে জানা গেছে যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি তীব্র-দীর্ঘস্থায়ী লিভার নষ্ট, দ্বিপাক্ষিক নিউমোনিয়া এবং কার্ডিওমায়োপ্যাথিতে ভুগেছিলেন। এরপর গতকাল সোমবার তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মর্মান্তিক খবর রাজ্যজুড়ে শোকের ছায়া ফেলে দিয়েছে।
দুই দিন আগে আইসিইউতে ভর্তি ছিলেন গায়ক
যখন এই বিখ্যাত সঙ্গীতশিল্পীর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। তিনি সেইসময়ে লেখেন যে সমগ্র রাজ্য তার জন্য প্রার্থনা করছে এবং আশা করছে যে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং তার পরিবার এবং সঙ্গীতের জগতে ফিরে আসবেন। কিন্তু ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে। আর বাঁচানো গেল না গায়ককে। এদিকে গায়কের মৃত্যুর পর, তার মা শেফালি হিউম্যানের ম্যানেজার এবং অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন, অভিযোগ করেন যে গায়ককে তার শরীর খারাপ অবস্থা সত্ত্বেও মঞ্চে পারফর্ম করতে বাধ্য করা হয়েছিল।