প্রীতি পোদ্দার, তিরুবনন্তপুরম: গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও (Kerala) শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর সেখানেই ঘটে গেল আচমকা ঘোর বিপদ। কাজের চাপ আর মেনে নিতে না পেরে বুথ স্তরের এক আধিকারিকের আত্মহত্যার ঘটনা সামনে উঠে এল। এমতাবস্থায় এসআইআরের কাজ বয়কটের ডাক দিয়েছেন রাজ্যের বিএলও-রা। ব্যাপক অস্বস্তিতে পড়েছে কেরলের বাম সরকার।
আত্মঘাতী BLO
রাজ্য জুড়ে যেখানে SIR-এর কাজ চরম গতিতে চলছে, সেখানে দাঁড়িয়ে কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ আচমকা থমকে গেল। দিনের পর দিন বুথ স্তরের আধিকারিকদের উপর এসআইআরের কাজের চাপ বাড়তে থাকায় আত্মহত্যা করেছেন এক বিএলও। এবার সেই কারণে কাজ বয়কটের ডাক দিলেন সেখানকার BLO-রা। তার পরেই অসন্তোষ ছড়ায় গোটা এলাকায়। এমতাবস্থায় এদিনের সম্পূর্ণ ঘটনায় কেরলের সিপিএম সরকারের দিকেও আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস।
কান্নুরের বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রিপোর্ট মোতাবেক, গত রবিবার কেরলে মৃত্যু হয়েছে অনীশ জর্জ নামে ৪৪ বছরের এক বিএলও-র। তিনি ছিলেন পেশায় শিক্ষক। তাঁর পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, এসআইআরের কাজের চাপেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অর্থাৎ অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। এদিন কান্নুরের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ওই যুবকের। কিন্তু এদিকে SIR এর চাপে পরে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারেনি সর্বস্তরে রাজ্যের বিএলও-রা, ফলে তাঁদের মধ্যে ক্ষোভ ছড়ায়। এবং প্রতিবাদস্বরূপ তিরুবনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সকলে।
BLOs across Kerala protest amid chaos over colleague’s alleged suicide
Read @ANI Story | https://t.co/Bu8vkBFUcI#KeralaBLOsuicide #SIR #ElectionCommission pic.twitter.com/n2XM6SbHHo
— ANI Digital (@ani_digital) November 17, 2025
আরও পড়ুন: SIR আবহে অবাক দৃশ্য! বাংলাদেশে পালানোর জন্য বর্ডারে দাঁড়িয়ে অসংখ্য অনুপ্রবেশকারী
কেরলে BLO-র মৃত্যুর ঘটনা রাজনৈতিক অন্দরে এক চরম বিতর্ক তৈরি করেছে। কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশন এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী করেছেন সিপিএম কর্মীদের দিকে। তিনি দাবি করেছেন, “জর্জের আত্মহত্যায় সিপিএম কর্মীদের ভূমিকা থাকতে পারে। জানা হয়েছে জর্জের সঙ্গে কংগ্রেসের এক বুথ স্তরের এজেন্ট এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। সেজন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।’’ এছাড়াও তিনি জানিয়েছেন, বিজেপি এবং সিপিএম আসলে কংগ্রেসের ভোটারদের নাম বাদ দিতে চাইছে। অন্য দিকে সিপিএম নেতা ইপি জয়রাজন পাল্টা আঙুল তুলেছেন কংগ্রেসের দিকেও।