পরিচিতরা খাবার দিলে তবেই চলে পেট! যুবরাজ সিংয়ের বাবার একাকীত্ব কাঁদিয়ে দেবে

Yuvraj Singh Father on his present life condition

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিতর্কে জড়িয়ে থাকতে পছন্দ করেন তিনি! বহুবার পুরনো সব মন্তব্যের জন্য শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং (Yuvraj Singh Father)। বিভিন্ন সময়ে তাঁর অভিযোগের তালিকায় নাম এসেছে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের বহু পরিচিত মুখের। এবার সেই যোগরাজ জানালেন তিনি অসহায়। মুখ খুললেন নিজের একাকিত্বের জীবন নিয়ে। বললেন, “কেউ খোঁজ রাখে না। এখন শুধু মৃত্যুর দিন গুনছি!”

জীবনের প্রতি আর আলাদা কোনও আশা নেই যোগরাজের

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বাবা যোগরাজ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “চিরকাল নিজের মা, সন্তান, নাতি নাতনি, পুত্রবধূ, পরিবারের সবাইকে ভালবেসে এসেছি। পরিবর্তে কারও থেকে কিছু চাইনি। আজ আমি মৃত্যুর জন্য তৈরি। জীবন থেকে আলাদা করে আর কিছুই পাওয়ার নেই। আমার জীবন সম্পূর্ণ। ঈশ্বর যেদিন চাইবেন আমাকে ডেকে নিতে পারেন। আমি ভগবানের কাছে ঋণী।” প্রাক্তন ভারতীয় তারকার বাবার কথায় ঝড়ে পড়েছিল একরাশ একাকীত্ব এবং হতাশা। মুখে না বললেও বক্তব্যের মধ্যে দিয়ে অস্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি।”

এদিন সাক্ষাৎকার চলাকালীন যোগরাজ এও বললেন, “রোজ বিকেল হলেই একা একা বসে থাকি। অপেক্ষা করি কেউ খাবার দিয়ে যাবে। পরিচিতরা কেউ কেউ এসে খাবার দিয়ে যায়। যখন খুব খিদে পায় অন্যান্যরা বুঝতে পেরে খাবার এগিয়ে দেয়। আমি কাউকে কিছু বলতে চাই না। কাউকে নিয়ে চিন্তাও করি না। বাড়িতে যারা রান্নার লোক আছেন, তারা রান্না করে নিজেদের মতো বাড়ি চলে যান।” কিন্তু হঠাৎ কেন এমন পরিণতি হল ভারতীয় কিংবদন্তির বাবার?

অবশ্যই পড়ুন: এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ায় হুমকি! SIR-র চাপে আত্মঘাতী BLO, অস্বস্তিতে সরকার

বর্তমান জীবনে যোগরাজ সিং যে একেবারে একা তা মেনে নিয়েছেন তিনি। তিনি এও মেনে নিয়েছেন আজকের এই হতাশার জীবনের পেছনে রয়েছে শুধুমাত্র প্রাক্তন স্ত্রী শবনমের সাথে বিচ্ছেদ এবং ছেলের যুবরাজের চলে যাওয়া। নিজের সবচেয়ে কাছের দুই মানুষকে হারিয়েছেন তিনি। তাঁরা আজ যোগরাজের খবর রাখেন না! আর এসবের পেছনে কোনও না কোনও দিক থেকে নিজের কিছু পুরনো ভু

Leave a Comment