নিম্নমানের খাবার বিলি! চাল, ডাল চুরির অভিযোগ! অঙ্গনওয়াড়িতে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে

Bolpur

প্রীতি পোদ্দার, বোলপুর: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তৈরি হল নয়া বিতর্ক! চাল, ডাল, ডিমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে, যা নিয়ে এবার বোলপুরে (Bolpur) তীব্র শোরগোল শুরু করল গ্রামবাসীরা। বিক্ষোভ পরিস্থিতি এতটাই ভয়ংকর আকার ধারণ করল যে রীতিমত রাগের বশে কেন্দ্রের স্টাফদের ঘরবন্দি করে রেখে দিল গ্রামবাসী।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের অন্তর্গত সুপুর জোড়া মন্দির এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, বহুদিন ধরেই বোলপুরের এই কেন্দ্র থেকে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের পরিমাণও মিলছে না ঠিক মতো। শুধু তাই নয়, বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও উঠছে কর্মীদের বিরুদ্ধে। এমতাবস্থায় এদিন কেন্দ্রে খাবার নিতে এসে গ্রামবাসীরা দেখেন, বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত সামগ্রী ব্যবহার করে রান্না হচ্ছেনা। আর তখনই শুরু হতে যায় বাকবিতণ্ডা, তারই প্রতিবাদে শেষে কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা।

ভয়ংকর অভিযোগ গ্রামবাসীদের

বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ প্রথমদিকে কেন্দ্রের কর্মীরা অল্প অল্প করে খবর ছড়িয়ে রাখছিল কিন্তু এখন প্রায় অর্ধেক খাবার তাঁরা চুরি করে নিচ্ছেন। তাই তাঁদের দাবি অবিলম্বে সংশ্লিষ্ট স্টাফকে বদলি করতে হবে। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত স্টাফ জানান, পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী না পাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রামবাসীদের আনা অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করছেন তাঁরা। এরপর বিক্ষোভের খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এবং CDPO মুক্তেশ্বর ঠাকুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন: এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ায় হুমকি! SIR-র চাপে আত্মঘাতী BLO, অস্বস্তিতে সরকার

কিছুদিন আগে, নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বানানো খাবারে পাওয়া গিয়েছিল সাপের খোলস! আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল অসংখ্য শিশু! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও ছড়িয়ে ছিল। আর এই ঘটনার প্রতিবাদে শেষে ডোমপুকুর এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে প্রশাসনিক বিশৃঙ্খল ব্যবস্থাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছিল অভিভাবকরা। বারংবার কেন এমন নিম্নমানের খাবার পরিবেশন করা হয় এই নিয়ে তোলা হয়েছিল প্রশ্ন।

Leave a Comment