ইসলামাবাদে জঙ্গি হামলার আতঙ্কে অসুস্থ! পাকিস্তান ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক সহ ২ প্লেয়ার

Sri Lanka Players Leave Pakistan due to illness

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতের সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দেশে ফেরার আর্জি জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই অনুরোধ রাখা হয়নি। বরং বিদেশি প্লেয়ারদের আবেদান খারিজ করে সিরিজ চালিয়ে গিয়েছিলেন PCB প্রধান মহসিন নকভি। তবে শেষ পর্যন্ত লঙ্কান প্লেয়ারদের আটকে রাখতে পারলেন কই? জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়ে ইতিমধ্যেই পাকিস্তান ছেড়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা এবং তারকা পেসার আসিথা ফার্নান্ডো (Sri Lanka Players Leave Pakistan)।

শত চেষ্টা করেও লঙ্কান প্লেয়ারদের আটকে রাখতে পারল না পাকিস্তান!

গত মঙ্গলবার দিল্লি বিস্ফোরণের ধাঁচে ইসলামাদের একটি আদালতের বাইরে হঠাৎ গাড়ি বিস্ফোরিত হয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। যেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন পাকিস্তানে খেলতে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেটাররা। মূলত প্রাণহানির আশঙ্কায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে পাকিস্তান ছেড়ে দেশে ফেরার আর্জি জানান তারা। তবে শোনা যায়, খেলোয়াড়দের সেই অনুরোধে পাত্তাই দেয়নি, লঙ্কান বোর্ড। উল্টে জানানো হয়, সিরিজ বাতিল হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর খেলোয়াড়দের আশ্বস্ত করা হয় তাঁরা এখানে সুরক্ষিত।

একাধিক রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার ক্রিকেটারদের মনে সাহস জোগাতে নাকি মাঠে উপস্থিত হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভিও। যেখানে গিয়ে বিদেশি ক্রিকেটারদের তিনি বোঝান, এদেশে তারা পুরোপুরি সুরক্ষিত। একেবারে হাতজোড় করে সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। একই সাথে, লঙ্কান ক্রিকেটারদের পাকিস্তান সফর শেষ করে যাওয়ার অনুরোধও করা হয় পাক ক্রিকেট বোর্ডের প্রধানের তরফে। তবে সেসব সত্ত্বেও শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়ে পাক ভূখণ্ড ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক সহ এক পেসার।

অবশ্যই পড়ুন: আজই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, ফুটবলে ফর্মের নিরিখে এগিয়ে কে?

এদিকে, যেই লঙ্কান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছিল, তাঁরা সিরিজ সম্পন্ন করে তবেই ঘরে ফিরবে। সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে একেবারে স্পষ্ট জানানো হলো, অধিনায়ক এবং পেসার প্রচন্ড অসুস্থ। মূলত সে কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না তাঁরা। আগামী কিছুদিন তাঁদের বিশ্রামে রাখা হবে। যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ঠিক কোন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন দুই ক্রিকেটার? তার কোনও সদুত্তর অবশ্য মেলেনি দীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তরফে।

Leave a Comment