বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক! চিনকে টপকে কামাল দেখাল ভারত, প্রথমে কে?

Published on:

Second Largest Road Network

ইন্ডিয়া হুড ডেস্ক: ফের চিনকে টপকে এগিয়ে এল ভারত! প্রথম পজিশনেই থেকে গেল আমেরিকা যুক্তরাষ্ট্র। একদিকে ভারতে যেমন রেল ব্যবস্থা ‘দেশের লাইফলাইন’ হিসেবে গড়ে উঠেছে। অন্যদিকে দেশের সড়ক ব্যবস্থাও উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছে। আর সেই প্রতিযোগিতায় এবার ড্রাগনকে হারিয়ে এগিয়ে এল ভারত। অর্থাৎ পরিকাঠামো ব্যবস্থায় ভারত অর্জন করল একটি নয়া মাইলফলক।

চিনকে টপকে শীর্ষে উঠল ভারত

বর্তমানে ভারতে সড়ক ব্যবস্থার চিত্রটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে নির্ধারিত সময়ের আগেই খুব দ্রুত গতিতে সড়ক ও মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। যার দরুন গত কয়েক বছরে প্রচুর হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। আর এই উন্নতি যেন আরেকবার ভারতকে বিশ্বের সাফল্যের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিশ্বে সড়ক নেটওয়ার্ক পরিসংখ্যান এর তালিকা। যেখানে দেখা গিয়েছে প্রথম স্থানে থাকা আমেরিকায় রয়েছে ৬৮ লক্ষ কিলোমিটারের সড়ক নেটওয়ার্ক। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সেখানে ৬৩.৭ লক্ষ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক রয়েছে। অন্যদিকে চিনে সড়ক নেটওয়ার্ক রয়েছে ৫১.৯ লক্ষ কিলোমিটার।

WhatsApp Community Join Now

ভারতের নতুন মাইলফলক!

জানা গিয়েছে তালিকা অনুযায়ী প্রথম স্থান অধিকার করা আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতে ৫ লক্ষ কিলোমিটার কম রাস্তা রয়েছে। যদি ভারত এই ৫ লক্ষ কিলোমিটার রাস্তা সফলভাবে নির্মাণ করে ফেলতে পারে, তাহলে বিশ্বের কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম স্থানে ভারতের নাম উঠবে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী হওয়ার পর থেকেই দেশ সড়কের বিস্তৃত নেটওয়ার্ক সম্প্রসারিত করার লক্ষ্যে পৌঁছেছে।

আরও পড়ুনঃ সাঁইথিয়া থেকে নয়া দিল্লি যাওয়ার MEMU ট্রেন! কখন ছাড়বে? জানুন বিস্তারিত

হিসাব অনুযায়ী, ২০১৪ সালে দেশে সড়ক নির্মাণে ভারত ৯১,২৮৭ কিলোমিটার সড়ক নির্মাণ করেছিল। কিন্তু সেই রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে প্রায় ৯ বছর পর ভারতে সড়ক নির্মাণে ৫৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এমনকি গত বছর, NHAI গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল। প্রায় ১০৬ ঘন্টায় ৭৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করা হয়েছিল। শুধু তাই নয় টোল আদায়ের ক্ষেত্রে দীর্ঘ লাইন থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে FASTag-এর মতো প্রযুক্তিও চালু করা হয়েছে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন