প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: অবাক কাণ্ড ঘটল মুর্শিদাবাদে (Murshidabad)! টোটোর দুলুনিতে এবার প্রেম শুরু হল যাত্রীর সঙ্গে চালকের! কিন্তু সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতেই হল উলাট পুরান। চার মাস বিয়ের পরেই বাড়ির বউ মানতে নারাজ চালকের পরিবারের, আর তাই যোগ্য স্ত্রীর সন্মান অর্জন করতে ধর্নায় বসলেন তরুণী, ব্যাপক উত্তেজনা তৈরি হল এলাকা জুড়ে।
ঠিক কী ঘটেছে?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদের জলঙ্গীর আনন্তপুর কারিগর এলাকায় ঘটল এক আজব প্রেমের ঘটনা। টোটো করে যাওয়ার পথে চালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ল এক রূপবতী তরুণী। জানা গিয়েছে, টোটো যাত্রার সময় চালক শাহিনের সঙ্গে তরুণীর দুষ্টু মিষ্টি কথার মাঝেই তৈরি হয় এক গভীর সম্পর্ক যা ভবিষ্যতে পরিণত হয় প্রেমিক প্রেমিকার সম্পর্কে। যদিও চালক যে বিবাহিত ছিল এই কথা শুরুতেই জানিয়েছিলেন শুধু তাই নয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতি রাখল না প্রেমিক, তরুণীকে কিছু না বলেই বাড়ি থেকে চলে গেলেন সে।
আরও পড়ুন: নিম্নমানের খাবার বিলি! চাল, ডাল চুরির অভিযোগ! অঙ্গনওয়াড়িতে তালা ঝুলিয়ে বিক্ষোভ বোলপুরে
ধর্নায় বসলেন তরুণী
প্রেমিকার অভিযোগ, টোটো যাত্রার মধ্যেই প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই একসঙ্গে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতেন শাহিন। এরপর তরুণী নিজের সংসার ছেড়ে শাহিনের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেয়, সেই অনুযায়ী চার মাস ধরে তাঁরা সংসার করতে থাকেন। কিন্তু কাজের অজুহাতে হঠাৎ করেই শাহিনকে চলে যেতে হয় বাইরে, আর তখনই যুবকের পরিবার তরুণীকে বৌমা হিসেবে মেনে নিতে অস্বীকার করে। তাই এবার স্ত্রীর অধিকার পেতে শ্বশুরবাড়ির দোরগোড়ায় ধর্নায় বসলেন তিনি। দাবি একটাই ভালোবেসে বিয়ে করেছি, করিনি কোনো অন্যায় তাহলে কেন এই অস্বীকার? যদিও এখনও যুবকের পরিবার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।