সহেলি মিত্র, কলকাতাঃ রাতে, ভোরে কুয়াশা, ঠান্ডার দাপট থাকলেও সকাল হতে তা গায়েব। এ যেন আচমকা ছন্দপতন হল বাংলার আবহাওয়ার। এদিকে শীত কমলেও কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে শহর থেকে গ্রাম। অপরদিকে উত্তুরে হাওয়ার দাপটে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায় কিন্তু এখনও অবধি শীতের ভালোরকম দাপট চলছে। যদিও আজ বুধবার কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সেটা জানতে ইচ্ছুক? চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি হয়েছে। আপাতত কয়েকদিন গরম থাকবে। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে খবর। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। উত্তরে হাওয়া সাময়িক বিরাম নিয়েছে। আজ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় ঠান্ডার দাপট থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত দার্জিলিং এবং কালিম্পং-এ ঠান্ডা থাকবে বলে খবর। আজ বুধবার দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অর্থাৎ সেখানে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং-এ রৌদ্রজ্বল পরিবেশ বজায় থাকবে। এক কথায় এখন দার্জিলিং যাওয়ার আদর্শ সময় পর্যটকদের। এছাড়া ঠান্ডা থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার থেকে আগামী তিনদিন পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক স্থানে ন্যুনতম পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে। এরপর আগামী দিনগুলিতে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অবধি চলতি সপ্তাহের শেষে আবার দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, অপরদিকে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের সময়েও স্যাঁতসেঁতে আবহাওয়া বিরাজ করবে বলে খবর।