ভোট মিটলেই লক্ষ্মীলাভ! ফের একবার বাড়বে DA, কারা পাবেন কত? চলে এল জবর খবর

Published on:

dearness-allowance-da

ইন্ডিয়া হুড ডেস্ক: সোনায় সোহাগা সরকারী কর্মীদের ভাগ্য! পুজোর আগেই এবার বড় চমক ঘটবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। লোকসভা নির্বাচনের আগেই এক দফায় DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। একেবারে ৪ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। অর্থাৎ আগে যেখানে ৪৬ শতাংশ DA ছিল, সেখানে এইমুহুর্তে ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। অন্যদিকে রাজ্য সরকারও বাদ যায়নি। ভোটের মুখেই ৪ শতাংশ DA বাড়িয়ে দেওয়া হল রাজ্য সরকারি কর্মচারীদের। অর্থাৎ আগে যেখানে DA দেওয়া হয় ১০ শতাংশ, সেটা বেড়ে দাঁড়ায় ১৪ শতাংশ। তবে সম্প্রতি পুজোর আগেই DA বৃদ্ধি নিয়ে উঠে এল এক বিস্ফোরক তথ্য।

পুজোর আগেই বাড়বে DA

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে আরও এক দফায় ডিএ বৃদ্ধি হওয়ার কথা সরকারি কর্মীদের। কিন্তু সেই পরিমাণটা কোথায় গিয়ে ঠেকবে সেই সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে প্রকাশিত হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী ৩১ জুলাই সেই সংক্রান্ত অনুমান মিলবে। সপ্তম বেতন কমিশন অনুসারে, কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় AICPI সূচক অনুযায়ী। সেক্ষেত্রে জুলাই থেকে যে DA বৃদ্ধি হবে, তা নির্ভর করবে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের AICPI সূচক অনুযায়ী। তবে এইমুহুর্তে শুধুমাত্র জানুয়ারির পরিসংখ্যান সামনে এসেছে। বাকি মাসের পরিসংখ্যান অধরা। যা সামনে এলেই DA বৃদ্ধির পরিসংখ্যানটা সামনে আসবে।

WhatsApp Community Join Now

প্রকাশিত রিপোর্টার ভিত্তিতে জানা গিয়েছে গত জানুয়ারি মাস পর্যন্ত AICPI এর সংখ্যা ছিল ১৩৮.৯ পয়েন্টে। যা সরকারি হিসেবে ৫১ শতাংশ হিসাবে বিবেচিত হয়। এই আবহে বিশেষজ্ঞদের অনুমান, এই সংখ্যা ফেব্রুয়ারিতে ৫১.৪২ শতাংশে পৌঁছতে পারে। তাই আশা করা যাচ্ছে জুলাই থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।

AICPI পরিসংখ্যান প্রকাশে বিলম্ব!

এদিকে AICPI পরিসংখ্যান প্রকাশ কবে করা হবে, সেই সংক্রান্ত ইভেন্ট ক্যালেন্ডার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা রয়েছে যে জানুয়ারির জন্য AICPI নম্বর ২৯ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির AICPI নম্বর ২৮ মার্চ ঘোষণা হবে। এবং মার্চের পরিসংখ্যানও এপ্রিল শেষে আসার কথা। কিন্তু সেই অনুযায়ী পরিসংখ্যান প্রকাশিত হয়নি। জানুয়ারিরটা প্রকাশিত হলেও আটকে গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসেরটা। এদিকে এই পরিস্থিতির মাঝেই উঠে এল আরেক বিস্ফারিত তথ্য।

আরও পড়ুনঃ ভারতীয় সেনা সরিয়ে বিকাপে মলদ্বীপ! এবার বিরাট সমস্যায় পড়েছে মইজ্জু

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ‘RESET’ করা হতে পারে। অর্থাৎ, এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করে DA ফের ‘০’ থেকে শুরু হতে পারে। যার দরুন জুলাই মাসে ৩ থেকে ৪ শতাংশ হারে DA বাড়তে পারে। তবে তা সম্পূর্ণটাই লোকমুখে শোনা কথা। এই প্রসঙ্গে সরকার এই প্রসঙ্গে কোনো রকম অভিমত প্রকাশ করেনি।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন