৬৯ লক্ষ পেনশনভোগী অষ্টম পে কমিশনের সুবিধা পাবেন না? চিঠি গেল প্রধানমন্ত্রীর কাছে

8th Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে কি অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে অপেক্ষা শেষ হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নভেম্বর মাসের শুরুতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সরকার বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেলও গঠন করেছে। প্রায় ১০ মাস দীর্ঘ অপেক্ষার পর, সরকার অবশেষে অষ্টম বেতন কমিশনের জন্য শর্তাবলী (TOR) প্রকাশ করেছে, যার ভিত্তিতে প্যানেলটি দেশের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন কাঠামো প্রস্তুত করবে। এখন প্রশ্ন উঠছে, এই ১ কোটির মধ্যে ৬৯ লক্ষ পেনশন প্রাপকদের কপাল কি খুলবে? নাকি তাঁদের খালি হাতেই বাড়িতে বসে থাকতে হবে? চলুন জেনে নেবেন।

৬৯ লক্ষ পেনশনভোগী অষ্টম বেতন পে কমিশনের সুবিধা পাবেন না?

বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথেই বেশ কয়েকটি কর্মচারী ইউনিয়ন টিওআর-এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। প্রথমে, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) সরকারকে চিঠি লিখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর টিওআর-এ ভুল এবং অসঙ্গতির অভিযোগ তুলেছিল। এখন, আরেকটি প্রধান ইউনিয়ন, কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স (CCGEW)ও একই উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। CCGEW প্রায় ৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীর প্রতিনিধিত্ব করে, যার মধ্যে ডাক, আয়কর, অডিট, জরিপ, CGHS, CPWD, আদমশুমারি, BSI, GSI, ISRO ইত্যাদি বিভাগের কর্মীরাও রয়েছেন।

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে তাঁরা বেশ কিছু বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ দাবি করেছে। CCGEW প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছে যে কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থ রক্ষার জন্য টিওআরের কিছু মূল দিক সংশোধন করা প্রয়োজন। ইউনিয়ন স্পষ্টভাবে বলেছে, “আমরা অষ্টম বেতন কমিশনের শর্তাবলীতে প্রয়োজনীয় সংশোধন দাবি করছি।” ইউনিয়নটি বলছে যে ৬৯ লক্ষ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বিষয়ে টিওআর-এ কোনও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি।

চিঠির মূল বিষয়বস্তুগুলি কী কী?

১) বিভিন্ন পেনশন প্রকল্পের আওতাধীন পেনশন এবং অন্যান্য পেনশন সুবিধাগুলি সংশোধন করা উচিত।

২) “অ-অবদানকারী পেনশন প্রকল্পের অপরিশোধিত খরচ” শব্দটি টিওআর থেকে বাদ দেওয়া উচিত।

৩) পুরাতন পেনশন স্কিম (OPS), ইউনিফাইড পেনশন স্কিম এবং NPS-এর প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য পেনশন সংশোধন, পেনশন সমতা, কমিউটেশন পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে টিওআর-এ কোনও স্পষ্ট নীতি নেই।

৪) ইউনিয়নটি জানিয়েছে যে সরকারের এই অবস্থান অত্যন্ত অস্পষ্ট এবং পেনশনভোগীদের স্বার্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

৫) বেশ কয়েকটি কমিটির পরামর্শ অনুযায়ী, ১১ বছর পর পরিবর্তিত পেনশনের পরিমাণ পুনরুদ্ধার।

৬) উচ্চ বয়সসীমার পেনশনভোগীদের প্রতি ৫ বছর অন্তর অতিরিক্ত পেনশন দেওয়া হবে (সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী)।

৭) পেনশনভোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

৮) CGEGIS (কেন্দ্রীয় সরকারি কর্মচারী বীমা প্রকল্প) এর সম্পূর্ণ পর্যালোচনা এবং উন্নতি।

৬৯ লক্ষ পেনশনভোগীর বিষয়ে টিওআর-এর আপত্তি

AIDEF দাবি করেছে যে বর্তমান টিওআর ৬৯ লক্ষ পেনশনভোগীর স্বার্থকে উপেক্ষা করে, কারণ এতে পেনশন সংশোধন বা পেনশন সমতা সম্পর্কে কোনও স্পষ্ট বিধান নেই। ফেডারেশন এটিকে “দুর্ভাগ্যজনক এবং অন্যায্য” বলে অভিহিত করেছে।

Leave a Comment