ইন্ডিয়া হুড ডেস্ক: ভোট প্রচারের মাঝেই এ কী হল বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্রের! তড়িঘড়ি ছুটলেন কলকাতা হাইকোর্টে! দিন যত এগিয়ে আসছে ততই যেন ভোটের উত্তেজনা বেড়েই চলেছে। আর এই লোকসভা নির্বাচনের মাঝেই আরও একবার উত্তপ্ত হয়ে পড়ল সন্দেশখালি। রাতের পর রাত জাগছে মহিলা বাহিনীরা। সেই এলাকায় পুলিশের তৎপরতা যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই একের পর এক সন্দেশখালির ভিডিও প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন বাড়ছে। আর এর মাঝেই এবার আদালতে দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র
এদিন রেখার আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ। তাই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখার বিরুদ্ধে এমন কত মামলা আছে, তার তালিকা ছাওয়া হয়েছে। শুধু তাই নয়, রেখা তাঁর নিরাপত্তার জন্যও আবেদন করেছেন হাইকোর্টে। জানা যায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হবে।
স্টিং ভিডিওয় বিপত্তি বিজেপির!
এদিকে গত ৪ মে সকালে সন্দেশখালির একটি ভিডিও প্রকাশ্যে আসে। তারপর একের পর এক বেশ কয়েকটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওগুলিতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা সাজানো। ধর্ষণের অভিযোগও মিথ্যে। এমনকি এও জানা গিয়েছিল যে রেখা পাত্র দু হাজার টাকার বিনিময়ে পুলিশের কাছে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন। যার জেরে তোলপাড় গোটা রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ হাজার বা ১২০০ নয়, এবার লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে আরও বেশি টাকা! হয়ে গেল ঘোষণা
অন্যদিকে এই স্টিং ভিডিওগুলো ভুয়ো হিসেবে গণ্য করে ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়াল। এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কাছ থেকে নিরাপত্তা পাওয়ার অনুরোধ করেছেন। আর আজ বুধবার হাইকোর্টে মামলা করলেন রেখাও। তিনিও আইনি রক্ষাকবচ চেয়েছেন।