বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন সিজনের আগে ঘুরে দাঁড়াতে একেবারে সর্বশক্তি দিয়ে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পরিবর্তন হিসেবে চন্দ্রকান্ত পন্ডিতের পর প্রধান কোচের আসনে বসানো হয়েছে পরিচিত মুখ অভিষেক নায়ারকে। এ ছাড়াও বিগত কিছু দিনে সহকারি কোচ হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসন এবং বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে দায়িত্ব দিয়েছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আর তারপরেই গত 15 তারিখ রিটেনশন তালিকা প্রকাশ করে বড় ঝটকা দিয়েছে KKR। বাদ দেওয়া হয়েছে বহু পুরনো সঙ্গী আন্দ্রে রাসেলকে। এছাড়াও জল্পনা মতোই বাদ পড়ছেন 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার সহ একাধিক স্টার প্লেয়ার। তবে গত সিজনে ব্যর্থতা সত্বেও কেন অধিনায়ক অজিঙ্কা রাহানেকে ধরে রাখল KKR (Ajinkya Rahane In KKR)? উঠছে প্রশ্ন।
কেন অজিঙ্কা রাহানেকে ছাড়ল না KKR?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে IPL কেরিয়ারের অন্যতম খারাপ সময় কাটিয়েছে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একেবারে সহজ ম্যাচও হাতছাড়া হয়েছে নাইটদের। তাতে একাধিক ব্যর্থতাকে সঙ্গে নিয়েই পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকেই যাত্রা শেষ করেছিল শাহরুখ খানের দল। যার জেরে সরাসরি ভক্তদের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছিলেন অধিনায়ক রাহানে। প্রশ্ন উঠেছিল তাঁর কেরিয়ার নিয়েও। অনেকে ধরেই নিয়েছিলেন, আসন্ন নিলামের আগে রিটেনশন তালিকা থেকে বাদ পড়বেন তিনি। কিন্তু তেমনটা হল না। প্রশ্নটা হল কেন?
এক্ষেত্রে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, অধিনায়ক হিসেবে প্রথম দিকে দলের গঠন বুঝে উঠতে পারেননি রাহানে। তাই নাইট শিবিরকে সাফল্য পাইয়ে দিতে সমস্যা হয়েছিল তাঁর। একজন দক্ষ নেতা হিসেবে অনেক ক্ষেত্রেই মার খেয়েছেন রাহানে! কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে তিনি পটু এবং নিরলস। গত সিজনে কলকাতার অন্যান্য প্লেয়ারদের তুলনায় ব্যাটিংয়ে অনেকটাই এগিয়েছিলেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, একেবারে শুরু শুরুতেই অধিনায়ক হিসেবে কলকাতাকে সাফল্য পাইয়ে দিতে না পারলেও রাহানের ব্যাটে ভর করে বহু যুদ্ধ জিতেছে কলকাতা। মূলত সে কারণেই খেলোয়াড় হিসেবে তাঁকে ফের সুযোগ দিল নাইট ম্যানেজমেন্ট। তবে অধিনায়ক থাকবেন কিনা সে প্রশ্নটা আপাতত উত্তর খোঁজার দৌড়েই সীমাবদ্ধ।
অবশ্যই পড়ুন: AIFF এ আস্থা নেই! ফেডারেশনের সভায় গেল না ইস্টবেঙ্গল, মোহনবাগান
উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ থেকে শুরু করে বহু তারকা ক্রিকেটার যেখানে কলকাতার জার্সি গায়ে এক প্রকার ডাহা ফেল করেছেন, সেই পর্বে তুলনামূলকভাবে ব্যাট হাতে অনেক বেশি দাপিয়ে খেলেছেন রাহানে। কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে তাঁর রানটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। বলেই দিই IPL 2025 মরসুমে কলকাতার জার্সি গায়ে 13 ম্যাচে অংশ নিয়ে 390 রান করেছিলেন রাহানে। যা নজর কেড়েছিল নাইট ম্যানেজমেন্টের।