ইন্ডিয়া হুড ডেস্ক: সুরা বিক্রিতে রেকর্ড! উপচে পড়ল রাজ্যের কোষাগার! দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো অথবা যেকোনও সেলিব্রেশন হোক না কেন, মদ বিক্রির পরিমাণ যেন বেড়েই যায়। যার দরুন এককথায় লক্ষ্মীলাভ হয় সরকারের। এবারও কোটি কোটি টাকার উপর মদ বিক্রি করে লাভের মুখ দেখল রাজ্য সরকার। গত বছরের রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দিল সকলকে।
জানা গিয়েছে, 2022-23 আর্থিক বছরের তুলনায় 2023-24 আর্থিক বছরে মদ থেকে হাজার কোটি টাকারও বেশি লক্ষ্মী লাভ হল রাজ্যের। মদ বিক্রি করে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও আলিপুরদুয়ার জেলা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর তালিকা।
পরিসংখ্যান বলছে,2021-22 আর্থিক বছরে 18 হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কর আদায় হয়েছিল 11 হাজার কোটির মত। 2022 সালে তা বেড়ে 21 হাজার কোটি টাকার মদ বিক্রি করেছিল রাজ্য সরকার। তার থেকে কর আদায় হয়েছিল প্রায় 15 হাজার কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে আয় বেড়ে হয় 23 হাজার কোটি টাকা। কর আদায় হয়েছে 17 হাজার কোটি টাকা।
জানা গিয়েছে, 2023-24 আর্থিক বছরে 23 হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা পার করে দাঁড়িয়েছে 23 হাজার 125 কোটি টাকায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন এলাকায় কত কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
লক্ষ্মীলাভ সুরা বিক্রিতে
- পূর্ব মেদিনীপুর জেলায় গত এক বছরে 1599 কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
- পশ্চিম বর্ধমানে 1259 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।
- নদিয়ায় 1180 কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
- ব্যারাকপুরে 1160 কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
- উত্তর 24 পরগনাতে 1171 কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
- এবং আলিপুরে 1155 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ।
অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিভিশনের অধীনে থাকা কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রেকর্ড হারে বিক্রি হয়েছে মদ। সব মিলিয়ে প্রায় 2 হাজার 655 কোটি 72 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে ।
রেকর্ড হারে মদ বিক্রির পরিসংখ্যান
এ ছাড়া, দক্ষিণ দিনাজপুরে 183 কোটি, দার্জিলিং 725 কোটি, ডায়মন্ড হারবারে 642 কোটি, জঙ্গিপুরে 449 কোটি, ঝাড়গ্রাম 171 কোটি, কলকাতা দক্ষিণে 865 কোটি, মালদায় 635 কোটি, পুরুলিয়ায় 494 কোটি, সিঙ্গুরে 381 কোটি, সুন্দরবনে 376 কোটি। তবে সব থেকে কম মদ বিক্রি হয়েছে কালিম্পং জেলায় । মাত্র 43 কোটি টাকা।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, গরমের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি! দিনক্ষণ জানাল হাওয়া অফিস
রেকর্ড হারে মদ বিক্রি প্রসঙ্গে জলপাইগুড়ির সহকারি আবগারি অধিকর্তা সুজিত দাস জানিয়েছে, ” উত্তরবঙ্গ থেকেও খুব ভাল মদ বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা আমরা পৌঁছাতে পেরেছি। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো আন্তরাজ্য সীমান্তের থেকে অবৈধ মদ পাচারে আমরা ভাল রাশ টানতে পেরেছি। এছাড়াও জাল মদের কারখানা সফলতার সঙ্গে অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে।”