ইন্ডিয়া হুড ডেস্ক: দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। দিন আনা দিন মজুরিতে কোনওরকমে সংসার চালাতে হয়। এই অভাবে তাই বহু মেধাবী ছাত্র ছাত্রী, টাকার অভাবে উচ্চ শিক্ষা নিতে পারে না। চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ইচ্ছা থাকলেও সেই কারণে অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন না। তাই সেই সমস্যার কথা মাথায় রেখেই মেধাবী নিম্নমধ্যবিত্ত জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করে থাকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।
সম্প্রতি ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হয়েছে একাধিক মেধাবী ছাত্র ছাত্রী। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় তাঁদের যাতে আর্থিক কোনো বাঁধা না আসে সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্কলারশিপের আয়োজন করেছে। কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে? এছাড়াও স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নম্বর প্রয়োজন সবটাই এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ
পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বা SVMCM। এই স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ হিসেবেও পরিচিত। প্রতিবছর এই স্কলারশিপে আবেদন জানায় লক্ষ লক্ষ পড়ুয়ারা। যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিকের ৬০ শতাংশ অথবা তার চেয়ে বেশি নম্বর পেয়ে নম্বর পাশ করেছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। প্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে এই স্কলারশিপে। তবে এই স্কলারশিপে আবেদন করলে অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে না। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর আবেদন পর্ব। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল svmcm.wbhed.gov.in
নবান্ন স্কলারশিপ
মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আরেক এবং অন্যতম স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। যেটি কিনা উত্তরকন্যা স্কলারশিপ হিসেবেও পরিচিত। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে সকল ছাত্র ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তাঁরাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য। এছাড়াও আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার এর কম হতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপের ফর্ম ফিলাপ পর্ব।এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল www.cmrf.wb.gov.in
ঐক্যশ্রী স্কলারশিপ
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ। তবে এই স্কলারশিপ সকলের জন্য নয়। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারি তরফে ঐক্যশ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপে আবেদন করতে হলে সংশ্লিষ্ট পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ টাকার কম। এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় 50 শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই স্কলারশিপেরও আবেদন শুরু হয়েছে। বছরে 1100 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত দেওয়া হবে ছাত্র ছাত্রীদের। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হল wbmdfcscholarship.org।