উচ্চ মাধ্যমিকের ফলাফলে বিরাট পরিবর্তন, নয়া তালিকা প্রকাশ করল শিক্ষা সংসদ

Published on:

hs-result

ইন্ডিয়া হুড ডেস্ক: রিভিউতে এবার বিরাট চমক! উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় যুক্ত হল আরও অনেকের নাম! গত বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রথম দশে তখন নাম উঠে এসেছিল ৫৮ জন ছাত্রছাত্রীর নাম। কিন্তু ফলপ্রকাশের আট দিনের মাথায় বদলে গেল মেধাতালিকা। স্ক্রুটিনি এবং রিভিউয়ের ভিত্তিতেই এই বদল হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বদল উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায়!

এ বছরই প্রথম তৎকালে রিভিউ এবং স্ক্রুটিনির ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। সংযুক্ত হয়েছে আরও ১২ জনের নাম। সব মিলিয়ে মেধা তালিকায় উঠে এল প্রায় ৭০ জনের নাম। পরিবর্তন হয়েছে তিন জনের স্থান। এঁদের মধ্যে এক জন ছাত্র রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে। জানা গিয়েছে, কেঁদুয়াদিহি হাই স্কুলের অঙ্কিত পাল এর প্রথম মেধাতালিকায় স্থান ছিল পঞ্চম। কিন্তু স্ক্রুটিনির পর তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। এ ছাড়াও হুগলি কলেজিয়েট স্কুলের অভ্রকিশোর ভট্টাচার্য ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন এবং চুঁচুড়া বালিকা বাণীমন্দিরের বৃষ্টি পাল মেধাতালিকার নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন।

WhatsApp Community Join Now

রিভিউতে চাঞ্চল্যকর ফলাফল!

শিক্ষা সংসদ সূত্রের খবর, চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া সৌম্যদীপ সাহা দখল করেছে দ্বিতীয় স্থান। এবং তৃতীয় স্থান অধিকার করেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া অভিষেক গুপ্ত। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মেধা তালিকা আরও দীর্ঘ হয়। ১ বা ৫ নয়, তালিকায় যুক্ত হয় ১২ জনের নাম। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের তালিকা।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের অ্যালার্ট! কবে বৃষ্টি? চরম সুখবর দিল আবহাওয়া দফতর

জানা গিয়েছে যে সকল স্কুলগুলি মেধাতালিকায় উঠে এসেছে, তাঁদের মধ্যে চার জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। অন্যদিকে হুগলি কলেজিয়েট স্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, বালুরঘাট হাই স্কুল এবং মধুতাতি হাই স্কুলের এক জন করে ছাত্র রয়েছেন। এর পাশাপাশি, টানাদিঘি হাই স্কুল, শিহাস আরজি হাই স্কুল, গাজল সিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির এবং নিরোল হাই স্কুলের এক জন করে ছাত্রী রয়েছেন। তাঁরা প্রত্যেকেই মেধাতালিকার অষ্টম থেকে দশম স্থানে মধ্যে রয়েছেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন