গরম অতীত, এবার বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা! বর্ষা আসার দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

Published on:

weather-rain-monsoon

ইন্ডিয়া হুড ডেস্ক: গত কয়েক মাসের তীব্র তাপপ্রবাহ একেবারে অতিষ্ট করে তুলেছিল সকলকে। তবে বৈশাখের শেষে আসা কালবৈশাখী এবং এক সপ্তাহ টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি স্বস্তির আমেজ এনে দিয়েছিল রাজ্যের বুকে। কিন্তু আকাশে ঘূর্ণাবর্তের কালো মেঘ কাটতে না কাটতেই যেন মাথায় বাজ পড়ল রাজ্যবাসীর। ফিরে এল সেই দাপুটে গরমের স্মৃতি। সঙ্গে গায়ে জ্বালা ধরানো তীব্র তাপপ্রবাহ। কিন্তু এর মাঝেই খানিক স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস।

সুসংবাদ হাওয়া অফিসের

বর্ষা আগমন নিয়ে অবশেষে সুখবর দিল হাওয়া অফিস। এবার নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ২২ মে নাগাদ সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে। প্রতি বছর কেরলে ১ জুন নাগাদ প্রবেশ করে বর্ষা। তবে এবার একদিন আগেই অর্থাৎ ৩১ মে প্রবেশ করবে বর্ষা আশা করা হচ্ছে।

WhatsApp Community Join Now

বঙ্গে বর্ষার আগমন

এরপর কেরল থেকে বর্ষা ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে। বাংলায় বর্ষার আসার স্বাভাবিক তারিখ ১২ জুন বা তার চেয়ে দু-একদিন আগে পরে হতে পারে। এর আগে গত ১০ বছরে কখনও জুনের তৃতীয় সপ্তাহের আগে বঙ্গে বর্ষা প্রবেশ করেনি। তবে এবার দেশজুড়ে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি হতে পারে বাংলার? জানিয়ে দিল আবহাওয়া দফতর

কিন্তু এইমুহুর্তে বর্ষার আগমন ঘটলেও এখনই কমবে না গরম। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা পাড় করবে ৪০ ডিগ্রী সেলসিয়াস। বাড়বে শুষ্ক এবং গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ৪-৫ দিন রাজ্যের সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে। শনিবারের মধ্যে ৩-৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন