সহেলি মিত্র, কলকাতা: কনকনে শীতের মাঝে ফের সাগরে ফুঁসতে শুরু করেছে নিম্নচাপ অঞ্চল। শীত যেন উধাওই হয়ে গিয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে। মাঝে মধ্যে মেঘলা আকাশেরও দেখা মিলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন, এই অগ্রাহয়ণ মাসেও কি বৃষ্টি নামবে বাংলায়? আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
ফের নিম্নচাপের সম্ভাবনা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা এবং কোমোরিন অঞ্চলের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিমে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ অঞ্চলের দিকে অগ্রসর হবে। দক্ষিণ-মধ্য আরব সাগরের উন্মুক্ত জলরাশির উপর এটি শক্তি বৃদ্ধি করতে পারে। ইতিমধ্যে, ২১-২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন কেন্দ্রীয় নিরক্ষীয় অংশে আরেকটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব কি বাংলায় পড়বে? বর্ষণ হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাও? চলুন জেনে নেওয়া যাক।
বাংলায় ফের বর্ষণের সম্ভাবনা
আবহাওয়াবিদরা মনে করছেন, নিম্নচাপটি তৈরি হয়ে গেলে, এটি শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরের দক্ষিণ-মধ্য অংশে এবং আরও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশগুলি প্রতিকূল আবহাওয়ার ঝুঁকিতে থাকবে বলে আশা করা হচ্ছে। ২০ এবং ২১ নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে উত্তরবঙ্গের ওপর দিয়ে। দার্জিলিং কালিম্পং এবং সিকিমের একাংশে ২০ এবং ২১ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।
আরও পড়ুনঃ মস্তিষ্কের রোগ থেকে ক্যান্সার, এক ইনজেকশনেই হবে কামাল! বিরাট আবিষ্কার কলকাতার মেয়ের
আবহাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরী হতে চলেছে যা কিনা আগামীকাল পরবর্তী ৭২ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম ২৬ নভেম্বর মৃদু শক্তির একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও দাবি কড়া হচ্ছে। ২৭ নভেম্বর এটি অন্ধ্র উপকূলের কলিঙ্গপত্তনম মৎস্য বন্দরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে বলেও একাধিক আবহাওয়া গবেষণা সংস্থার দাবি।২৭ থেকে ৩০ নভেম্বর, এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কিছু জেলার আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিও হতে পারে।