কোয়ালিফায়ারে KKR ম্যাচে বৃষ্টি হলে বিপাকে শ্রেয়স আইয়াররা? জানুন কী বলছে IPL-র নিয়ম

Published on:

rainy-cricket-ground

ইন্ডিয়া হুড ডেস্কঃ এবছর আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের টিকিট পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারাই প্রথম দল হিসেবে যোগ্য অর্জন করে। তবে শুধু প্লে অফ নয় সেই সাথে লিগ টেবিলের শীর্ষে থাকাও মোটামুটি নিশ্চিৎ কলকাতা নাইট রাইডার্সের। বর্তমানে তারা ১৩ ম্যাচে পেয়েছে ১৯ পয়েন্ট, অন্য কোনও দলই এই অঙ্ক পেরিয়ে যেতে পারবেনা। লিগ টেবিলের শীর্ষে থাকার দরুণ কোয়ালিফয়ার-১ খেলার সুযোগ পাবে তারা।

আইপিএলের নিয়মানুযায়ী লিগ টেবিলে যারা এক এবং দুই নম্বরে থাকে তারা ফাইনালে ওঠার দুইটি সুযোগ পায়। এখন আগামী ২১ মে আহমেদাবাদে আয়োজিত হবে প্রথম কোয়ালিফায়ার। সেখানেই খেলবেন শ্রেয়স আইয়াররা। কিন্তু তাদের প্রতিপক্ষ কারা হতে চলেছে তা এখনো অবধি ঠিক হয়নি। তবে হায়দরাবাদ এবং রাজস্থানের দ্বিতীয় স্থানে থাকার সম্ভবনা বেশি।

WhatsApp Community Join Now

কোয়ালিফায়ারে বৃষ্টি হলে কী হবে KKR-র?

এদিকে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে বেশ কয়েকটি ম্যাচ, তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে খেলা না হলে ফাইনালে যাবে কোন দল? কারণ কোয়ালিফায়ার রাউন্ডে থাকছেনা কোনো রিজার্ভ ডে। এক্ষণে উপায় কি তাহলে? আইপিএলের নিয়ম কি জানাচ্ছে তাই জেনে নেওয়া যাক চলুন।

আরও পড়ুনঃ TRP-তে ডাহা ফেল! দেড় মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা, আসছে নয়া সিরিয়াল

আইপিএলের নিয়মঅনুযায়ী বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে লিগ টেবিলে যে দল শীর্ষে থাকবে তারাই ফাইনাল খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। কলকাতা নাইট রাইডার্স যেহেতু লিগ চ্যাম্পিয়ন তাই তারা সরাসরি ফাইনালে পৌঁছে যেতে পারবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে, আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ২১ তারিখ আহমেদাবাদে আকাশ বেশ পরিষ্কারই থাকবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন