ইন্ডিয়া হুড ডেস্কঃ আমাদের রাজ্য থেকে যেমন ঝাঁকে ঝাঁকে পরিযায়ী শ্রমিক বের হন কাজের উদ্দেশ্যে, ঠিক তেমনই ট্রেন এবং প্লেন ভর্তি করে মানুষ যায় ডাক্তার দেখাতে। আর এক্ষেত্রে ডাক্তার দেখানোর এক বড় জায়গায় CMC Vellore। বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা হয় এখানে, তাই ফিরতি বছর বহু গরীব থেকে উচ্চবিত্ত সবাই সেখানে যান ডাক্তার দেখাতে।
গ্যাসের সমস্যা থেকে হৃদরোগ অথবা স্নায়ুতে বড় কিছু হোক, সমস্ত ক্ষেত্রেই রোগীদের ভরসার স্থান CMC Vellore। বিনামূল্যে চিকিৎসার সুবিধাও রয়েছে এই প্রতিষ্ঠানে। সেজন্য অবশ্য ফোনে যোগাযোগ করতে হয়, তাছাড়া হাসপাতালের আবার নিজস্ব সাইট রয়েছে। অনলাইনে সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর হাসপাতালের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
কলকাতা থেকেই ভেলোরের ডাক্তার বুকিং
কিন্তু অনেকেই জানেন না কীভাবে তারা ভেলোরে গিয়ে চিকিৎসকের ব্যবস্থা করবেন না ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তবে চিন্তা নেই, সেই সমস্যা দূর করতে এবার কলকাতা থেকেই বুকিং করে নিতে পারেন আপনি। কোথায় আবেদন করতে হবে এই বিষয়ে জানাচ্ছি চলুন। এবার সহজেই বুকিং হয়ে যাবে আপনাদের।
কোথায় অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন?
ঠিকানা: মার থমাস চার্চ সেন্টার, নং ২৯, আহিরিপুকুর রোড, কলকাতা ৭০০০১৯। মোবাইল নম্বর: ৮১০০১০৮৬২১। হোয়াটসঅ্যাপ নম্বর: ৮০১০০১০৮৬২১। ইমেইল: janatamedicalservice@gmail.com । অ্যাপয়েন্টমেন্টের সময়: সোম থেকে শুক্র- সকাল ১০টা থেকে বিকেল ৪টে। শনিবার- সকাল ১০টা থেকে দুপুর ১২টা। ব্যাস এবার ভেলোরে গিয়ে ডাক্তার দেখানোর প্রয়োজন থাকলে ওপরের ঠিকানায় গিয়ে নিজের নাম নথিভুক্ত করে আসলেই হবে।