ভোটের মাঝে DA নিয়ে বড় ঘোষণা মমতার! রাজ্য সরকারি কর্মীদের লাগল লটারি, মিলবে বাড়তি টাকা

Published on:

mamata-da

ইন্ডিয়া হুড ডেস্কঃ DA বা মহার্ঘ ভাতা পাওয়ার জন্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তবে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের DA নিয়ে বারবার নিরাশই হতে হয়েছে। বিগত ১ বছর ধরে সরকারি কর্মীরা রোদ, জল উপেক্ষা করে আন্দোলন করে যাচ্ছেন। যদিও নবান্নের তরফে দু’দফায় DA বাড়ানো হয়েছে, কিন্তু তাতেও খুশি নন সরকারি কর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারেই DA দিতে হবে।

যদিও, পশ্চিমবঙ্গ সরকার এখনই কেন্দ্রীয় হারে DA দিতে প্রস্তুত নয়। তবে, এরই মাঝে DA নিয়ে ভোটের মাঝেই বড়সড় ঘোষণা করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী আশায় বুক বাঁধছেন। কী এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? আসুন জেনে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

DA নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

একটি দৈনিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভোটের প্রচারে মেদিনীপুরের এগরার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা DA নিয়ে বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, ১ মে থেকে ৪ শতাংশ ডিএ, পে কমিশনের টাকাটা দেওয়া হবে। ১ মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন ১ জুন। কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা ১ মে থেকে টাকাটা দেব না। ১ মে এর বদলে এটা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।’

সরকারি কর্মীদের হবে এক্সট্রা লাভ

মুখ্যমন্ত্রী এগরার জনসভা থেকে DA নিয়ে বলেন, ‘১ জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএ-র টাকাটা পাওয়ার কথা, তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? এক মাসে তাহলে বাড়তি হল, কত হল? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব।’

আরও পড়ুনঃ মাধ্যমিকের ফল নিয়ে বিরাট রায় হাইকোর্টের, ঘুম উড়ল মধ্যশিক্ষা পর্ষদের

ভোটের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় অনেকটাই লাভ হবে সরকারি কর্মীদের। ১ মে নয় এবার ১ এপ্রিল থেকেই বর্ধিত ৪% DA লাগু হয়ে যাবে। জাড় জেরে সরকারি কর্মীদের এখন বাড়তি লাভ হবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন