ইন্ডিয়া হুড ডেস্ক: গরমের তীব্র দাবদাহে অস্থির অবস্থা সকলের। সঙ্গে ভয়ংকর তাপপ্রবাহ। তার জেরেই পড়ুয়াদের শারীরিক অবস্থার কথা ভেবেই রাজ্য সরকার নির্ধারিত সময়ের আগেই প্রত্যেকটি সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। মাঝখানে কয়েকদিনের টানা ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই নেমে গিয়েছিল পারদ। কিন্তু আবার ঘূর্ণাবর্ত এর মেঘ কাটতেই ফের শুরু হয়েছে গরমের ইনিংস।
আগের ছুটির তালিকা অনুযায়ী স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। এবং সেই ছুটি চলবে ২ জুন পর্যন্ত। কিন্তু রাজ্যজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ এর জেরেই তড়িঘড়ি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গত ২২ এপ্রিল থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে গরমের ছুটি শুরু হয়েছে স্কুলগুলোতে।
কী বলছে রাজ্য শিক্ষা দফতর?
কিন্তু ২২ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হলেও সেই ছুটি শেষ কবে হবে তা কিছুই জানানো হয়নি। কারণ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনা করে তবেই গরমের ছুটির পর স্কুল খোলার দিন ঘোষিত হবে। তবে যতদিন না আবহাওয়া নিয়ন্ত্রণে আসছে তত দিন স্কুল ছুটি থাকবে।
কবে খুলবে স্কুল?
তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফের শুরু হবে ঘূর্ণাবর্ত। যার দরুন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। পাশাপাশি বঙ্গে বর্ষার আগমন ঘটবে দ্রুত। এই পরিস্থিতিতে তাই অভিভাবকদের একাংশ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠনের অনেকে মনে করছেন, জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের সরকারী স্কুলগুলো খোলার সম্ভাবনা রয়েছে। এমনটাও জানা যাচ্ছে যে, ভোট গণনার আগের দিন অর্থাৎ ২ জুন থেকেই গরমের ছুটির পর স্কুল খুলতে পারে।