ইন্ডিয়া হুড ডেস্ক: দেশের জনগণের স্বার্থে আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একাধিক প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী এবং সবুজ সাথী প্রকল্প ইত্যাদি। মহিলাদের জন্য মাসে মাসে যেমন ১০০০ এবং ১৫০০ করে দেওয়া হয়, তেমনই পড়ুয়াদের জন্য মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাদ যায়নি পুরুষেরাও।
কর্মহীন যুবসমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিমাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করার জন্য চালু করেছে যুবশ্রী প্রকল্প। নিজেদের কর্মদ্যোগী করে গড়ে তুলতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখাতে রাজ্য সরকারের এই উদ্যোগ আশা জুগিয়েছে লাখ লাখ মানুষের। মাসে মাসে সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ থেকে ২৫০০ টাকা ।
কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- প্রতিটি পরিবারের যে কোনও একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন।
- আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- কোনও বেকার যুবক যুবতী, যাঁরা কোনও সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয় শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।
- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ক্লাস ৮ পাস করতে হবে।
- কোনো যুবক বা যুবতী যদি রাজ্য সরকারের তরফে কোনও আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় তথ্য
- ভোটার কার্ড
- আধার কার্ড
- প্যান কার্ড
- ইনকাম সার্টিফিকেট
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের শংসাপত্র।
- অষ্টম শ্রেণি পর্যন্ত যাঁরা পড়েছেন তাঁদের অষ্টম শ্রেনী পাশের সার্টিফিকেট।
অনলাইনে আবেদনের পদ্ধতি
- এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে Job Seeker অপশন সিলেক্ট করে New Enrolment এ ক্লিক করতে হবে।
- এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম Fill Up করতে হবে।
- তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন করার ৯০ দিনের মধ্যে SDO Office এ জমা দিতে হবে।