সহেলি মিত্র, কলকাতা: ২০২৫ সাল শেষ হওয়ার আগেই এসে গেল আরও একটা সুখবর। ৪% মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করল রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন সরকার এই ভাতা বৃদ্ধি করেছে? তাহলে জানিয়ে দিই, মিজোরাম সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
৪% DA বৃদ্ধি করল সরকার
রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বর্ধিত ডিএ ১ নভেম্বর থেকে কার্যকর হবে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধির পর, সরকারি কর্মচারীরা এখন তাদের মূল বেতনের ৪৪ শতাংশ ডিএ হিসেবে পাবেন, যা আগে ৪০ শতাংশ ছিল। এছাড়াও, মন্ত্রী পরিষদ আগামী বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এমন ডিএ ২ শতাংশ বৃদ্ধি করে ৪৬ শতাংশ করার ব্যাপারেও সম্মত হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি সুখবর। তবে, আমরা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পিছিয়ে আছি, যারা তাদের মূল বেতনের প্রায় ৫৩ শতাংশ ডিএ পান।” গত বছরের অক্টোবরে, মিজোরাম সরকার ডিএ ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছিল। অপরদিকে দুর্নীতি দমন ব্যুরো (ACB)-তে কর্তব্যরত পুলিশ কর্মী এবং সহকারী উপ-পরিদর্শক এবং তার নীচের পদমর্যাদার কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা প্রদানের বিষয়েও সম্মত হয়েছে মন্ত্রিসভা।
৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা
এখানে জানিয়ে রাখি বর্তমান সময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী বছরের মধ্যে অষ্টম বেতন পে কমিশন তৈরি হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। মিজোরাম সরকার এখনো অবধি কেন্দ্রের থেকে বহু গুনে পিছিয়ে রয়েছে।