বাংলাদেশে দেশজুড়ে বন্ধ হল মোবাইল ফোন বিক্রির দোকান!

Mobile Sell Stopped in Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের অশান্তি ওপার বাংলায়। এবার দেশজুড়ে সমস্ত মোবাইল ফোন বিক্রি বন্ধের (Mobile Sell Stopped in Bangladesh) ঘোষণা করা হল। হ্যাঁ, আজ অর্থাৎ ১৯ নভেম্বর, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনেই এই বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটা হয়। কিন্তু নেপথ্যে কী কারণ?

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রি বন্ধ

বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা টাইমস ২৪ এর একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদেই তারা দেশজুড়ে এই কর্মসূচীর ডাক দিয়েছে। এমনকি সেখানকার বক্তারা বলেছেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা দেশে আরও বড়সড় আন্দোলনের পথে নামবেন। একইসঙ্গে দেশ অচল করে দেওয়ারও হুমকি জানিয়েছেন তারা।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ হঠাৎ করে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। পিয়াসের পরিবারের একজন সংবাদমাধ্যমে নিজেই একথা জানিয়েছেন। এমনকি পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানিয়েছেন, গতকাল রাত তিনটার দিকে মিরপুর ১ এলাকার বাসা থেকেই তার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল গোয়েন্দা পুলিশ। সবথেকে বড় ব্যাপার, তারা পিয়াসের মোবাইল ফোনটিও নিয়ে নেয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দু’দিন শিয়ালদা লাইনে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন, রইল তালিকা

বৃহত্তর আন্দোলনের ডাক

এদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে। নাহলে তারা আরও কঠোর অবস্থান নেবে। এমনকি আন্দোলন আরও বিস্তৃত করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা জোর গলায় বলেন যে, এই ঘটনায় ব্যবসায়িক মহলে আরও সৃষ্টি হয়েছে। সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তারা। সবথেকে বড় ব্যাপার, যদি আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হয়তো আবারও রণক্ষেত্র নামতে পারে ঢাকার রাজপথে।

Leave a Comment