সরকারি চাকরিজীবী হলেই কেল্লাফতে, আর আসবে না বিদ্যুতের বিল! বড় সুবিধা দিচ্ছে কেন্দ্র

Published on:

electric-bill

ইন্ডিয়া হুড ডেস্ক: ভোটের মাঝেই বড় খবর! কোটি কোটি দেশবাসীর জন্য বিরাট উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার! তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাইরে রোদের তেজ এবং আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা যেমন ঘরের ভিতরেও তেমন অবস্থা। AC, কুলার এবং পাখা ছাড়া থাকা এখন খুব কষ্টকর হয়ে উঠেছে। অন্যদিকে এত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করায় বিদ্যুৎ বিলও বাড়ছে সমান গতিতে।

অসহ্য গরমে খানিক কৃত্রিম ঠান্ডা বাতাস উপভোগ করতে গিয়ে মাশুল দিতে হচ্ছে হাজার হাজার। চিন্তার ভাঁজ আমজনতার কপালে। তবে সেই চিন্তা দূর করতে এবার বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। আর আসবে না বিদ্যুৎ বিল। সরকারি চাকরি না করলেই এবার সহজে মিলবে এই সুবিধা। ঘরে ঘরে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্পে এবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের ১ কোটি পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদের বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল।

WhatsApp Community Join Now

লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে ঘোষণা হয়েছিল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার। সেখানে প্রকল্পের সূচনাও করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাসে ব্যবহার করা যাবে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ। যার জন্য গ্রাহককে খরচ করতে হবে না একটা টাকাও। ফলে সাশ্রয় হবে হাজার হাজার টাকা। এই প্রকল্পে সৌর প্যানেল বসানোর খরচে ভর্তুকি দেওয়ার পাশাপাশি, অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন সংস্থাকে বিক্রিও করাতেও ছাড় দেবে কেন্দ্র।

এই প্রকল্পের সুবিধা

  • এই প্রকল্পের আওতায় সারা দেশে এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসাতে যাতে আর্থিক চাপ না পড়ে সেই কারণে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ অত্যন্ত সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদে দেওয়া ব্যাঙ্ক ঋণে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ভর্তুকি হিসাবে দেওয়া হবে।
  • ৩ কিলোওয়াট প্লান্ট স্থাপন করার জন্য সর্বমোট খরচ হবে ১.৪৫ লক্ষ টাকা। কেন্দ্র সেখানে ৭৮ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারবে আবেদনকারীর।
  • এই প্রকল্প করার জন্য সহজ শর্তে ব্যাঙ্ক থেকেও লোন পাবেন আগ্রহীরা। SBI, Central Bank Of India, Panjab National Bank, Canada Bank প্রধানমন্ত্রী সূর্য ঘর বিদ্যুৎ প্রকল্পের জন্য লোন দিচ্ছে।
  • ৩ কিলোওয়াট ক্ষমতা পর্যন্ত আবাসিক RTS সিস্টেম ইনস্টল করার জন্য পরিবারগুলি কোনও জামানত ছাড়াই কম সুদে ঋণ পেতে পারে। এই সুদের হার ৭ শতাংশ। তবে রেপো রেট কমলে সুদের হারও কমবে।
  • ১ কিলো ওয়াট সোলার সিস্টেমে ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। এবং ২ কিলোওয়াট সিস্টেমে ৬০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে।

আবেদনের শর্ত

  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  • পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি না করেন তবেই এই পরিষেবার সুবিধা মিলবে।
  • বার্ষিক আয় দেড় লাখ টাকার কম হতে হবে।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্য

  • আধার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র
  • রেশন কার্ড
  • বিদ্যুৎ বিল
  • ইনকাম সার্টিফিকেট
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদনের পদ্ধতি

  • প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর হোম পেজে Apply for Rooftop Solar এর লিঙ্ক এ ক্লিক করতে হবে।
  • সামনে নতুন পেজ খুললে সেখানে নিজের রাজ্যের নাম জেলার নাম নির্বাচন করতে হবে।
  • এরপর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী কোম্পানির নাম এবং গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে।
  • এরপর Next বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
  • ওই রেজিস্ট্রেশন ফর্মে থাকা সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সমস্ত নথি আপলোড করতে হবে।
  • এরপর Submit অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন