ইন্ডিয়া হুড ডেস্ক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের পর এবার আরেক বিচারপতির অবসর! কর্মজীবনের শেষদিনে আবেগঘন হয়ে প্রকাশ্যে আনলেন তাঁর মনের কথা! ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছেন। যুক্ত হয়েছেন বিজেপিতে। চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইয়ে তমলুকের বিজেপি প্রার্থী হিসেবে জমা দিয়েছেন মনোনয়ন পত্র। আর অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসর গ্রহণ করলেন। এবং এদিনেই প্রকাশ্যে আনলেন নিজের আসল রূপ।
নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য হাইকোর্টের বিচারপতি!
কর্মজীবনের শেষদিনে এসে তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা বলার মাঝেই বিচারপতি চিত্তরঞ্জন দাশ জানিয়েছেন, তাঁর ব্যক্তিত্ব গঠন এবং তাঁর মধ্যে সাহস ও দেশপ্রেমের ভাব জাগানোর সম্পূর্ণ কৃতিত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর। এছাড়াও এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ, আমাকে অবশ্যই আমার সত্যিকারের রূপ প্রকাশ করতে হবে। একটি সংস্থার কাছে আমার অনেক ঋণ আছে। আমি আমার শৈশব থেকে যৌবন অর্জন পর্যন্ত সেখানেই ছিলাম। এই সংস্থার কাছ থেকে আমি সাহসী, ন্যায়পরায়ণ হতে শিখেছি, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে শিখেছি এবং সর্বোপরি, যেখানেই কাজ করি না কেন, দেশপ্রেমের অনুভূতি এবং প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে কাজ করতে শিখেছি। স্বীকার করতেই হবে, আমি RSS এর একজন সদস্য।’
বিস্ফোরক মন্তব্য বিচারপতি চিত্তরঞ্জন দাশ এর
তবে তিনি এও ষ্পষ্ট করেছেন যে, বিচারপতি পদে নিজেকে নিযুক্ত করার পর বিচারপতি চিত্তরঞ্জন দাশ RSS এর সদস্য পদ ত্যাগ করেন। এবং প্রত্যেকটি মামলাকে তিনি নিরপেক্ষভাবে বিচার করেছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার কাজের জন্য, প্রায় ৩৭ বছর ধরে নিজেকে RSS-এর থেকে দূরে সরিয়ে রেখেছি। আমি আমার কর্মজীবনের কোনও অগ্রগতির জন্য আমার সংস্থার সদস্যপদ ব্যবহার করিনি। এটি আমাদের নীতি-বিরুদ্ধ। আমি সবার সঙ্গে সমান আচরণ করেছি। কমিউনিস্ট হোক, বিজেপি হোক বা তৃণমূলের লোক হোক, আমি কারও বিরুদ্ধে কোনও পক্ষপাতিত্ব করিনি। দুটি নীতির ভিত্তিতে আমি ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করেছি। একটি হল সহানুভূতি এবং দ্বিতীয়টি হল ন্যায়বিচারের জন্য আইনকে বাঁকানো যেতে পারে, আইনের সঙ্গে মানানসই করার জন্য ন্যায়বিচারকে বাঁকানো যায় না।’
আরও পড়ুনঃ বর্ষার আগেই কলকাতায় ঢুকল সস্তার ইলিশ, দাম শুনেই জিভে আসবে জল
জানা যায়, ১৯৮৫ সালে কটকের মধুসূদন ল’ কলেজ থেকে আইন নিয়ে স্নাতক হয়েছিলেন বিচারপতি চিত্তরঞ্জন দাশ। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন। সেই থেকে আইনজীবী হিসেবে কর্ম জীবন শুরু। ২০০৯ সালের অক্টোবর ওড়িশা হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজে যোগ দেন। এরপর ২০২২-এর ২০ জুন, কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হয়েছিলেন বিচারপতি হিসেবে।