বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে IPL 2026 মিনি নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে শাহরুখ খানের দলের হাতে রয়েছে 64.3 কোটি টাকা। নাইট ম্যানেজমেন্টের লক্ষ্য, সঠিক প্লেয়ারে সঠিক অর্থ খরচ করা। আসলে ভেঙ্কটেশ আইয়ারের পেছনে 23 কোটি 75 লাখ বিনিয়োগের মতো ভুল আর করতে চায় না কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি (KKR IPL 2026 Auction)। সে কারণেই অল্প দামে ভাল মাপের ক্রিকেটারদের খোঁজ চালাচ্ছে তারা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, KKR নাকি এমন এক প্লেয়ারকে দলে নিতে চাইছে যাঁকে আসন্ন নিলামে উপেক্ষা করতে পারে বাকি ফ্রাঞ্চাইজিগুলি।
এই তারকা প্লেয়ারকে দলে নিতে পারে KKR
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি ছিলেন প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসে। তবে দলে থেকেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাক্সওয়েল। এই অজি অলরাউন্ডার কতটা বড় মাপের ক্রিকেটার তা জানতে বাকি নেই কারও। তবে সাম্প্রতিককালে একাধিক চোট নিয়ে পুরনো ফর্ম কিছুটা হারিয়ে ফেলেছেন তিনি। গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশের আগেই অনেকে ধারণা করেছিলেন এই ঘায়েল হওয়া বাঘকে ছেড়ে দিতে পারে PBKS। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। অস্ট্রেলিয়ার বহু যুদ্ধজয়ের কারিগরকে ছেড়ে দিয়েছে তারা। ফলে আশঙ্কা করা হচ্ছে, পাঞ্জাব থেকে বাদ পড়ার পর এই প্লেয়ারকে কেনার জন্য নিলামে বিড করবে না কোনও দল।
খেল নাও সহ বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, গ্লেন ম্যাক্সওয়েল যদি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত থাকেন তবে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে তাঁর। আর ঠিক সেই আবহেই উঠে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে, এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের অভিজ্ঞতাকে সামনে রেখে আসন্ন ডিসেম্বরের নিলাম থেকে অল্প দামে ম্যাক্সওয়েলকে কিনে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, আসলে ম্যাক্সওয়েল যে মাপের প্লেয়ার তাতে তাঁকে অল্প দামে কিনে রাখলে আদতে লাভ হবে KKR এর। সেইসব দিক চিন্তা করেই IPL 2026 এ ম্যাক্সওয়েলকে নিজেদের ঘরে ট্রেনে নিতে পারে শাহরুখের দল। যদিও বিষয়ে মুখ খোলেনি সোনালী বেগুনি ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: পারেনি ১৪০ কোটির ভারত! সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করল কুরাসাও
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাক্সওয়েল যথেষ্ট বড় নাম। 2012 তে IPL এ হাতেখড়ি হওয়া এই প্লেয়ার আজ পর্যন্ত গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারে মোট 141টি ম্যাচে অংশ নিয়ে 2819 রান করেছেন। যা অন্যান্য অনেক তারকা ক্রিকেটারের থেকে বেশি। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার এই দাপুটে অলরাউন্ডার বল হাতে ভেঙেছেন 41টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও IPL কেরিয়ারে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ রান 95। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাবের হয়ে 7 ম্যাচের 6 ইনিংসে অংশ নিয়ে মাত্র 48 রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 4.2 কোটিতে কেনা প্লেয়ারের এমন পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছিল পাঞ্জাব ম্যানেজমেন্টকে। সেখানেই এক প্রকার ঠিক হয়ে যায় অজি তারকার বাদ পড়া।