বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর রিটেনশন তালিকা প্রকাশ করে সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 11 বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে তারা। তা নিয়ে অবশ্য আফসোস নেই শাহরুখ খানের দলের। বরং রাসেলের বিকল্প হিসেবে একজন দক্ষ অলরাউন্ডারকে খুঁজছে নাইট ম্যানেজমেন্ট। এমতাবস্থায়, ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে নিলামের আগেই ঝড় উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, নাইট শিবির থেকে বাদ পড়া তারকা অলরাউন্ডারকে কিনতে লড়াইয়ে নামতে পারে IPL এর দুই পরিচিত দল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ (Andre Russell New IPL Team)।
রাসেলকে কিনতে CSK র সাথে লড়াইয়ে নামতে পারে SRH!
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, নতুন সিজনে নিজেদের ভাগ্য ফেরাতে একজন দুর্ধর্ষ ফিনিশার হিসেবে আন্দ্রে রাসেলকে কিনতে পারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শোনা গিয়েছিল, ধোনির সাথেই শেষের দিকে জুটি বাঁধতে পারেন রাসেল। এবার শোনা যাচ্ছে, নিজেদের 6 নম্বর পজিশনের কথা মাথায় রেখে নাইট শিবিরের প্রাক্তন ব্রহ্মাস্ত্রকে দলে নিতে জান লড়িয়ে দিতে প্রস্তুত SRH ও। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোষ্টের বন্যা বয়ে যাচ্ছে।
নেট দুনিয়ায় দাবি করা হচ্ছে, নিলাম টেবিল থেকে রাসেলকে কিনতে চেন্নাইয়ের সাথে দর কষাকষিতে নামবে SRH। শোনা যাচ্ছে, রাসেলের মতো একজন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চেন্নাইয়ের সাথে শেষ পর্যন্ত লড়বে হায়দরাবাদ। যদিও এ নিয়ে দুই দলের কেউই মুখ খোলেনি। তবে কারণ হিসেবে উঠে আসছে, চেন্নাই এবং হায়দরাবাদ কারও কাছেই 6 নম্বর পজিশনে দক্ষ ফিনিশার নেই। মূলত সে কারণেই রাসেলকে কিনতে নিলাম টেবিলে এক প্রকার সংঘাতে জড়াতে পারে এই দুই দল! এখন দেখার নিলাম টেবিলের ঝোড়ো হাওয়ায় রাসেলের পাল কোন দিকে ঘোরে।
অবশ্যই পড়ুন: পারেনি ১৪০ কোটির ভারত! সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করল কুরাসাও
উল্লেখ্য, 2012 সালে প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা দেখেছিলেন ক্যারিবিয়ান স্টার। এরপর থেকে একটানা খেলে চলেছেন তিনি। না বললেই নয়, এই তারকা অলরাউন্ডার কলকাতা সহ অন্যান্য সব দল মিলিয়ে নিজের IPL কেরিয়ারে মোট 140 ম্যাচে খেলে করেছেন 2,651 রান। এছাড়াও বল হাতে প্রতিপক্ষের 123টি উইকেট ভেঙেছেন তিনি। এই দীর্ঘ আসরে রাসেলের সর্বোচ্চ স্কোর 88। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 140 IPL ম্যাচের মধ্যে 133টি ম্যাচই কলকাতার জন্য খেলেছেন ক্যারিবিয়ান দানব।