প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার! বড় বার্তা ব্রাত্য বসুর

West Bengal Education Department

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু অপেক্ষার পর রাজ্যে পুনরায় নিয়োগ হতে চলেছে শিক্ষক শিক্ষিকা। প্রায় ৮ বছর পর রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে। এমতাবস্থায় শিক্ষা দপ্তর (West Bengal Education Department) থেকে নিয়োগ নিয়ে এক আশার বার্তা দেওয়া হল।

SSC-র ইন্টারভিউ নিয়ে বড় বার্তা কমিশনের

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া। তবে শুধু নথি যাচাই নয় তার সঙ্গে এ বার ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বাংলা ও ইংরেজি ভাষায় প্রার্থীদের নথি যাচাইয়ের পর আগামী ২৬ নভেম্বর থেকে প্রার্থীদের ইন্টারভিউ নে‌ওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কিন্তু আদালতের নির্দিষ্ট সময়সীমা মানতে গেলে তাই আঞ্চলিকভাবেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে তাই এই প্রস্তুতি। এদিকে আজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ হাজার ৪২১টি শূন‌্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইন পদ্ধতিতে।

৫০ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী দপ্তর

শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু তাঁর এক্স হ‌্যান্ডলে জানিয়েছিলেন, “বুধবারই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ‌্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ‌্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। মুখ‌্যমন্ত্রীর প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অভিভাবকত্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে, একথা বলাই বাহুল‌্য।” অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ও নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ ও কর্মসংস্থান হবে বলে শিক্ষা দপ্তর বেশ আশাবাদী।

আরও পড়ুন: মালবাজারে বাড়ির উঠোনে BLO-র ঝুলন্ত দেহ! SIR-র চাপে আত্মহত্যা, দাবি পরিবারের

প্রসঙ্গত, নবম-দশমের ক্ষেত্রে ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশে শূন‌্যপদ ১২ হাজার ৫১৪ প্রাথমিকের ক্ষেত্রে ১৩ হাজার ৪২১ পদে নিয়োগ প্রক্রিয়া যেমন শুরু হচ্ছে। ঠিক তেমনই আপার প্রাইমারির ১২ হাজার ৭০০ জনকে নিয়োগের জন‌্য কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। যদিও এর মধ্যে দশ হাজারের বেশি নিয়োগ হয়েও গিয়েছে বলে জানা গিয়েছে শিক্ষা মহলের তরফ থেকে। তাই চলতি বছর নিয়োগ সংখ্যা ৫০ হাজারের বেশি হতে চলেছে। তাই সব মিলিয়ে সে ক্ষেত্রে এই বছরে শিক্ষক নিয়োগ ৬২ হাজার ছাড়াবে বলে আশা করা যাচ্ছে। তবে আশঙ্কা করা যাচ্ছে যে এই শূন‌্যপদ আরও বাড়তে পারে।

Leave a Comment