‘মা এখনও হাসপাতালে’, KKR-এ ফিরে আসার কারণ কী? নিজেই জানালেন গুরবাজ

Published on:

rahmanullah-gurbaz-kkr

ইন্ডিয়া হুড ডেস্কঃ IPL চলাকালীন দেশে ফিরেছিলেন নাইট রাইডার্সের এক খেলোয়াড়। কারণ ছিল মায়ের অসুস্থতা। কিন্তু মায়ের অসুস্থতা পুরোপুরি না কাটলেও তারইমধ্যে আবার ভারতে ফেরেন তিনি। দলের তরফে কোনও চাপ না দেওয়া হলেও নিজের থেকেই ফিরে আসেন রহমানউল্লাহ গুরবাজ। তার কথায়, KKR-ও তার কাছে একটা পরিবার। আর তাই পরিবারের দরকারে (এক্ষেত্রে কলকাতার দরকারে) তিনি ফিরে আসেন কলকাতায়।

দলকে আইপিএল জেতানোর স্বার্থেই ফেরেন তিনি। কোয়ালিফায়ার-১ এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়ে যান প্রথম একাদশে। ম্যাচ জিতে গুরবাজ জানান যে, ভারতে ফেরার পরও কথা হয়েছে মায়ের সাথে। মা এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু তিনি এই জয়ে খুব খুশি। ম্যাচের পর গুরবাজ বলেন, ‘আমার মা এখনও হাসপাতালে আছে। আমি রোজ কথা বলি মায়ের সঙ্গে। ফিল সল্ট চলে যাওয়ার পরে আমার কেকেআর পরিবারেরও আমায় লাগত।’

WhatsApp Community Join Now

অসুস্থ মাকে ফেলে IPL খেলতে ভারতে গুরবাজ

আফগান ক্রিকেটার যোগ করেন, ‘দলের প্রয়োজনে আমি আফগানিস্তান থেকে ফিরে আসে। এখানে ফিরতে পেরে দারুণ লাগছে। মা’ও খুব খুশি।’ গ্রুপ পর্যায়ে অবশ্য কোনো ম্যাচে সুযোগ পাননি গুরবাজ। কারণ এতদিন কলকাতার দলে ছিলেন ইংল্যান্ডের আক্রমনাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান ফিল সল্ট। তার কারণে দল যেমন ব্যাটিংয়ের ক্ষেত্রে বেশ বুস্ট পেয়ে যাচ্ছিল তেমনই উইকেটকিপিংয়েও ম্যাচ জিতে নেন তিনি। তবে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য দেশে ফিরতে হয় সল্টকে।

আরও পড়ুনঃ ভোটের মাঝেই লটারি লাগল সরকারি কর্মীদের! আচমকাই বেড়ে গেল DA, জারি নির্দেশিকা

সল্ট ফিরে যেতে সুযোগ আসে গুরবাজের। কিন্তু বৃষ্টির কারণে প্লেঅফের আগের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। একেবারে প্লেঅফের মতো ম্যাচেই নামেন ব্যাটিং করতে। খারাপ করেননি আফগান ক্রিকেটার। ব্যাট হাতে করেন ১৪ বলে ২৩। সল্টের মতোই আক্রমণাত্বক ছন্দে ব্যাট চালান তিনি। ম্যাচের শেষে নিজের সাফল্যের মন্ত্র হিসেবে গুরবাজ বলেন, ‘ক্রিকেটার হিসেবে আপনার জানা উচিত যে কী করা দরকার। প্রথম একাদশে মাত্র চারজন বিদেশি খেলোয়াড়ই খেলতে পারে। সেটা মাথায় রেখে চলতে হয়। এমন পরিস্থিতিতে সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। সুযোগ না পেলেও প্রস্তুত রাখতেই হবে। যখনই সুযোগ আসবে, তখনই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য।’

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন