সব জেনেও পাকিস্তানি ক্রিকেটারের সাথে হাত মেলালেন হরভজন! তুঙ্গে বিতর্ক

Harbhajan Singh Handshake Controversy he shook hands with Pakistan bowler

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরত দিনগুলিতে ভারতের কোনও খেলোয়াড়ই পাকিস্তানিদের সাথে হাত মেলায়নি। সে বড়দের এশিয়া কাপ হোক কিংবা ছোটদের এশিয়া কাপ রাইজিং স্টারের মঞ্চ অথবা অন্য কোনও গেম। তবে এবার সেই চেনা ছক থেকে বেরিয়ে পাকিস্তানি ক্রিকেটারের সাথে করমর্দন করে বিতর্কে জড়ালেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য তথা কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh Handshake Controversy)। না বললেই নয়, ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি রাজনীতির গন্ধও গায়ে আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে এই ভারতীয় তারকার। তিনি আম আদমি পার্টির সাংসদও বটে।

নীতি বিরুদ্ধ কাজ করলেন হরভজন?

পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর বিষয়টিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অঘোষিত নীতি হিসেবেই ধরে নিচ্ছেন খেলোয়াড়রা। সেই মতোই পুরনো সব স্মৃতি মনে করে পাক খেলোয়াড়দের থেকে দূরত্ব বজায় রাখছেন স্বদেশী প্লেয়ারদের সিংহভাগই। আর ঠিক সেই আবহে, বুধবার নর্দান ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল হরভজনের দল আসপিন স্ট্যালিয়ন্স। আবুধাবি টি 10 লিগে সেই দলেরই অধিনায়ক ভাজ্জি। গতকাল নর্দানের কাছে হারের পর পাকিস্তানি বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে হ্যান্ডশেক করেন হরভজন। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই বেড়েছে বিতর্ক।

যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত মেলানোর বিষয়ে একেবারে কঠোর ভাবে বিরোধী দেশবাসী। ছোটদের এশিয়া কাপেও যেখানে বোর্ডের অঘোষিত নীতি মেনে পাক খেলোয়াড়দের থেকে দূরত্ব বজায় রাখা হচ্ছে, সেই পর্বে দাঁড়িয়ে সব জানা সত্ত্বেও একজন অভিজ্ঞ প্লেয়ার হয়েও কেন পাকিস্তানি ক্রিকেটারের সাথে হাত মেলালেন হরভজন? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন, সব জেনেও নীতিবিরুদ্ধ কাজ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Harbhajan Singh Handshake Controversy

অবশ্যই পড়ুন: শিলিগুড়িতে যুবকের থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা! গোনার জন্য আনতে হল মেশিন

উল্লেখ্য, গত এশিয়া কাপে তিনবার পাক দলের মুখোমুখি হয়েছিল সূর্যকুমার যাদবের ভারত। সেই আসরে প্রতিপক্ষকে প্রতিবার গুঁড়িয়ে দিয়ে সাফল্যকে গায়ে মেখে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষবারের মতো ফাইনালের মঞ্চে পাকিস্তানকে ধবল ধোলাই করে ছেড়েছিল ভারতীয় দল। তবে যতবারই পশ্চিমের দেশের ছেলেদের মুখোমুখি হয়েছে স্বদেশীরা, ততবারই বোর্ডের অঘোষিত নীতি মাথায় রেখে করমর্দন করা থেকে বিরত ছিলেন তারা। তাতে অবশ্য গঙ্গা দিয়ে জল কম গড়ায়নি।

Leave a Comment