গুঁড়িয়ে দিয়েছিল পুতিন সেনার একাধিক ট্যাঙ্ক! আমেরিকা থেকে এবার সেই জ্যাভলিন কিনছে ভারত

India Javelin Missile Deal with America by 825 crore

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছিল সে! এবার আমেরিকা থেকে সেই জ্যাভলিন ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত (India Javelin Missile Deal)। এ সংক্রান্ত একটি চুক্তি যে ওয়াশিংটন এবং নয়া দিল্লির মধ্যে হতে চলেছে সে কথা জানা গিয়েছিল আগেই, অবশেষে বুধবার পাকাপাকিভাবে তাতে সিলমোহর দিল আমেরিকার প্রশাসন। দুটি ভিন্ন বিবৃতি দিয়ে আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জ্যভলিন ট্যাঙ্কধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে শীঘ্রই 92.8 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 825 কোটি টাকার একটি চুক্তি হতে চলেছে।

পুতিন সেনার ট্যাঙ্ক ধ্বংসকারী উন্নত সব মিসাইল আসবে ভারতে

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশেষ চুক্তির অধীনে আমেরিকার কাছ থেকে 104টি উন্নত ক্ষেপণাস্ত্র এবং 12টি লঞ্চার কিনতে চলেছে ভারত। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি মূলত FGM-148 অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল নামেই পরিচিত। অতীত বলে, আমেরিকার এই উন্নত যুদ্ধাস্ত্রের ক্ষমতা জানে পুতিনের দেশ। ইউক্রেন যুদ্ধ চলাকালীন আমেরিকার তরফে পাওয়া এই ক্ষেপণাস্ত্র দিয়েই বারবার রুশ সেনার একের পর এক ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আমেরিকার সাথে 45.7 মিলিয়ন ডলারের চুক্তি করবে নয়া দিল্লি। এই চুক্তির অধীনে ভারত পাবে জ্যাভলিন FGM-148 ক্ষেপণাস্ত্র, 25টি হালকা ওজনের জ্যাভলিন কম্যান্ড লঞ্চ ইউনিট অথবা জ্যাভলিন ব্লক 1 কমান্ড ইউনিট। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে আমেরিকার কাছ থেকে ক্ষেপণাস্ত্রের প্যাকেজ পাওয়ার পর পরবর্তীতে ধীরে ধীরে ভারতকে 12টি লঞ্চার এবং 104টি ক্ষেপণাস্ত্র বুঝিয়ে দেবে ওয়াশিংটন ডিসি।

গতকাল অর্থাৎ বুধবার মার্কিন ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, আমেরিকা এবং ভারতের মধ্যে যে চুক্তি হতে চলেছে তা আমেরিকার বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করেই। একই সাথে এই চুক্তির অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করছে মার্কিন মহল। যদিও ভারতের তরফে এখনও এ সংক্রান্ত কোনও বিবৃতি আসেনি।

অবশ্যই পড়ুন: সব জেনেও পাকিস্তানি ক্রিকেটারের সাথে হাত মেলালেন হরভজন! তুঙ্গে বিতর্ক

উল্লেখ্য, যুদ্ধক্ষেত্রে আমেরিকার জ্যাভলিন শত্রুপক্ষের বুকে কম্পন ধরাতে যথেষ্ট। এই ক্ষেপণাস্ত্র শুধুমাত্র একজন সৈনিক তাঁর কাঁধে রেখে ব্যবহার করতে পারবেন। বলাই বাহুল্য, এই মার্কিন ক্ষেপণাস্ত্র একেবারে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এর ওজন আনুমানিক 23 কেজি। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র এক সাথে 8 থেকে সাড়ে 8 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম। একই সাথে এই ক্ষেপণাস্ত্র 2,500 মিটার পল্লার হয়ে থাকে, যা সহজেই মাঝারি বা ধীরগতিতে ওরা একটি হেলিকপ্টারকে আকাশেই ধ্বংস করতে পারবে।

Leave a Comment