ছাত্রীকে স্কুলকক্ষে আটকে প্রধান শিক্ষকের শ্লীলতাহানি! ব্যাপক চাঞ্চল্য লাভপুরে

Birbhum

প্রীতি পোদ্দার, লাভপুর: ফের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্লীলতাহানি! অভিযোগের কাঠগড়ায় এবার নাম উঠে এল খোদ প্রধান শিক্ষকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) লাভপুর আবাদ প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, টিফিনের সময়ে স্কুলকক্ষে আটকে ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে, আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত প্রধান শিক্ষক নবনী কর্মকারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। কড়া শাস্তির দাবি জানান।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসে। চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ওইদিন টিফিনের সময় বাকি ছাত্রছাত্রীকে কক্ষের বাইরে যেতে দেওয়া হলেও তাকে ছাড়েননি প্রধানশিক্ষক। সেই সময় নাকি বিদ্যালয় কক্ষের মধ্যে আটকে রেখে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। ছাত্রীকে বাইরে কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয়। কিন্তু সেই ছাত্রী ভয় পেয়ে বাড়ির সকলকে জানিয়ে দেয়। পরেরদিন অর্থাৎ বুধবার, স্কুল খোলার পরেই গ্রামের লোকজন প্রধান শিক্ষককে ঘিরে ধরেন এবং তুমুল মারধর করেন। পরে গ্রামের লোকেরাই লাভপুর থানার পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে।

চাকরি থেকে বরখাস্ত করার দাবি বিক্ষোভকারীদের

পরিবার ও গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারকে শাস্তি দিতে হবে। শিক্ষক হওয়ার কোনও যোগ্যতা নেই। নজিরবিহীন শাস্তির দাবি জানিয়েছে পরিবার। শুধু তাই নয়, চাকরি থেকে তাঁকে যাতে বরখাস্ত করা হয় সেই আবেদনও জানান স্থানীয় মানুষজন। এমনকি পরবর্তী কালে যাতে তিনি কোনও স্কুলে চাকরি করার সুযোগ না পান, তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন নির্যাতিতার পরিবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকায় স্থানীয়দের উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ফের মাথা চারা দিল SIR আতঙ্ক! ট্রেনের সামনে ঝাঁপ প্রৌঢ়ের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরজি করে

প্রসঙ্গত, স্কুলের অভিভাবকদের অভিযোগ এর আগেও লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছিল। ছাত্রীদের সঙ্গে একাধিকবার কুরুচিকর আচরণও করেছিলেন তিনি, এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো ভাবেই সেই সতর্কতা মানেন নি। পুনরায় সেই একই কাজ করায় এবার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে।

Leave a Comment