ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা RAW-র ৬ আধিকারিককে গ্রেপ্তারের দাবি পাকিস্তানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW-এর 6 জন আধিকারিককে গ্রেপ্তারের (Pakistan Arrests 6 RAW Agents) দাবি তুলেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন ইয়ালঘর নামক এক অভিযান চালিয়ে নাকি ভারতের ওই 6 তদন্তকারী আধিকারিককে গ্রেপ্তার করেছে পাক পুলিশ।

ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

পাকিস্তানের ওই সংবাদমাধ্যম দাবি করছে, RAW-র 6 জন আধিকারিককে গ্রেপ্তারের নেপথ্যে নাকি রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের পুলিশ দাবি করছে, ভারতীয় গোয়েন্দাদের নাকি বড়সড় কোনও পরিকল্পনা ছিল, মূলত সেসব কথা জানতে পেরেই নাকি স্বদেশীদের গ্রেপ্তার করেছে পশ্চিমের পুলিশ। যদিও সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের এমন দাবি কতটা সত্য তা যাচাই করিনি আমরা।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদমাধ্যম একেবারে বুক ফুলিয়ে ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, যে 6 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে দুজন নাকি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। শুধু তাই নয়, বাকি 3 থেকে 4 জন এজেন্ট নাকি পাকিস্তানে কীভাবে সন্ত্রাসী হামলা চালানো যায় সে সম্পর্কিত যাবতীয় নকশা তৈরি করছিলেন!

অবশ্যই পড়ুন: অপেক্ষার ইতি, এইদিন চালু হচ্ছে বাঁকুড়া-হাওড়া ডায়রেক্ট ট্রেন! জানিয়ে দিল রেল

উল্লেখ্য, পাক সংবাদমাধ্যমের এমন অযৌক্তিক দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বলে রাখি, ভারতের প্রধান তদন্তকারী সংস্থা RAW-র নাম নিয়ে 6 জন আধিকারিকের বিরুদ্ধে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট যে অভিযোগ এনেছে, তার সত্যতা কতটা সে বিষয়ে সংশয় রয়েছে নানা মহলে। তবে যুক্তিহীন বক্তব্য যাচাই না করেই ভারতের বিরুদ্ধে দেদার প্রচার চালাচ্ছে পাক বন্ধু তথা বিরোধী বাংলাদেশও।

Leave a Comment