NDA থেকে IISC, জানুন শুভাংশু শুক্লার শিক্ষাগত ও ব্যাক্তিগত জীবন সম্পর্কে

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মুকুটে নয়া পালল! SpaceX-র ফ্যালকন 9 রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশ ছুঁতে উঠে গেল! আর ঠিক মুহূর্তে অশ্রুসজল চোখে তাকিয়ে ছিলেন হাজার হাজার ভারতীয়। হ্যাঁ, এবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন সাধারণ স্কুলছাত্র থেকে হয়ে ওঠা এক সুদক্ষ পাইলট শুভাংশু শুক্লা (Subhanshu Shukla), ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন।

লখনৌয়ের ছেলেটা আজ আকাশপথের যাত্রী

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুল, আলিগঞ্জ ক্যাম্পাস থেকেই শুভাংশুর স্বপ্নের যাত্রা শুরু হয়। আর সেই যাত্রায় মোড় ঘুরেছিল 1998 সালের কার্গিল যুদ্ধকে কেন্দ্র করে। তখন তিনি একজন সাধারণ ছাত্রই। আর সেই যুদ্ধই তাঁর ভিতর জাগিয়ে দেয় দেশভক্তির চেতনা। এরপর UPSC-র মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আবেদন করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন।

তারপর শুভাংশু 2005 সালে NDA থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি নিয়ে পাশ করেন। তারপর 2006 সালে ভারতীয় বায়ু সেনার ফাইটার পাইলট হিসেবেও কমিশন পান। তবে না, এখানেই শেষ নয়। পরবর্তীতে তিনি IISc বেঙ্গালুরু থেকে মহাকাশ ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আর সেখান থেকেই নিজেকে একজন টেস্ট পাইলট হিসেবে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুনঃ ‘আমাদের মারবে বলেই বানাচ্ছে!’ ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের

আজীবন সঙ্গে থেকে গিয়েছিলেন কমনা শুক্লা

তবে বলে রাখি, শুভাংশ ও তাঁর স্ত্রী কমনার সম্পর্ক শুরু হয়েছিল একেবারে শৈশব থেকেই। প্রাইমারি স্কুলের বেঞ্চ ভাগ করে নেওয়ার সময় থেকেই তাদের মধুর সম্পর্ক। বর্তমানে কমনা একজন প্রতিষ্ঠিত দাঁতের চিকিৎসক। তিনি জানান, তার দাম্পত্য জীবন এতটাও সহজ ছিল না। শুভাংশুর পেশার জন্য তাকে দীর্ঘ সময় ধরে দূরে থাকতে হতো। এমনকি সন্তানের পাশেও ঠিকভাবে থাকতে পারেননি। তবুও তার লক্ষ্য আজ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

বলে রাখি, শুভাংশুর প্রায় 2000 ঘন্টার উড়ান অভিজ্ঞতা রয়েছে। এমনকি একাধিক যুদ্ধবিমান চালানোর দক্ষতার জেরে তিনি 2019 সালের গগনযান মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারীর তালিকায় পৌঁছে যান। আর অবশেষে আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছনোর ঐতিহাসিক যাত্রার পালাবদল আসলো তাঁর জীবনে।

Leave a Comment