যাত্রী সুরক্ষায় বিরাট বন্দোবস্ত শিয়ালদা স্টেশনে, বসল নতুন স্ক্যানার

Sealdah Station

সহেলি মিত্র, কলকাতাঃ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় শিহরিত গোটা দেশ। কখন, কোথায় জঙ্গি হামলা হতে পারে কেউ বলতে পারে না। কিন্তু এই আশঙ্কায় এখন বহু মানুষ আছেন যারা কিনা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় হতবাক ভারত তথা সমগ্র বিশ্ব। এদিকে এহেন ঘটনার প্রেক্ষিতে এবং যাত্রী সুরক্ষায় এবার পূর্ব রেলের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল হাওড়া, শিয়ালদা-র (Sealdah) মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। আপনিও যদি এই দুই ডিভিশনের নিত্য যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

দিল্লি বিস্ফোরণের পর হাওড়া, শিয়ালদা স্টেশনে বাড়তি সতর্কতা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় হাওড়া, শিয়ালদার মতো স্টেশনে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন যে এই দুই স্টেশন চত্বরের কাছে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং পার্কিং লটে প্রবেশের আগে যানবাহনগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। একজন আরপিএফ কর্মকর্তা জানিয়েছেন যে যাত্রীদের ব্যাগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করা হচ্ছে এবং সন্দেহজনক কাউকে পাওয়া গেলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্থানে সশস্ত্র রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে শিয়ালদা স্টেশনে একটি বিশেষ স্ক্যানার বসানো হয়েছে যেখানে সকল যাত্রীর ব্যাগ স্ক্যান করানো বাধ্যতামূলক।

ওই পুলিশ কর্তা আরও বলেন, মোতায়েন করা আরপিএফ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং তাদের অনেকেই নজরদারি বজায় রাখার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সাম্প্রতিক বিস্ফোরণের পর রাজ্যে একটি উচ্চ-স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কর্মকর্তাদের কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

দিল্লি বিস্ফোরণে নিহত ১৩

কলকাতা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে হোটেলগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার এবং ১৪ নভেম্বর জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে নয়জন নিহত হওয়ার কয়েকদিন পর এই বাড়তি নজরদারি শুরু হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কতা।

Leave a Comment