বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেলের টিকিট থেকে শুরু করে প্যান কার্ড, ক্রেডিট কার্ড অর্থাৎ ব্যাঙ্কিং পরিষেবা বা LPG, আসন্ন 1 জুলাই থেকেই বদলে যাচ্ছে অসংখ্য নিয়ম (New Rules From 1 July)। বছরের অন্যান্য সময়ের পাশাপাশি এ বছরও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। যা আগামী 1 জুলাই থেকেই কার্যকর হতে চলেছে।
এমনই ক্রেডিট কার্ড, প্যান কার্ড, রান্নার গ্যাস অর্থাৎ LPG সহ একাধিক প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সরকার। যা আগামী জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হয়ে যাবে বলেই খবর। তাই পরবর্তীকালে সমস্যা ভোগ করার আগে জেনে নিন আসন্ন জুলাইয়ে কোন কোন ক্ষেত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন।
1 জুলাই থেকেই ট্রেনের টিকিটের দাম বাড়বে
প্রতি বছরই রেল পরিবহন সংক্রান্ত একাধিক নতুন নিয়ম চালু করে ভারতীয় রেলওয়ে। এ বছরও সেই নিয়মের অন্যথা হয়নি। তবে যাত্রীদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে রেলের ভাড়া বৃদ্ধি ঘোষনার পরই। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী জুলাইয়ের প্রথম তারিখ থেকেই রেলের স্লিপার এবং এসি ক্লাসের টিকিটের দাম বাড়ছে।
একই সাথে নন এসি ক্লাসের কোচের ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধির নিয়ম লাগু হবে। রেল সূত্রে খবর, আসন্ন 1 জুলাই থেকে সমস্ত এক্সপ্রেস ট্রেনে নন এসি কোচের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এক পয়সা ও এসি কোচের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে বাড়বে ভাড়া।
প্যান কার্ডের ক্ষেত্রেও চালু হবে নতুন নিয়ম
অনেকেই হয়তো জানেন না, আগামী 1 জুলাই থেকে অন্যতম প্রয়োজনীয় নথি প্যান কার্ডের ক্ষেত্রেও একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করেছে সরকার।
অন্যদিকে, যদি কারোর প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করানো থাকে, সে ক্ষেত্রে 31 ডিসেম্বর 2025 সালের মধ্যে এই কাজটি করে ফেলতে হবে আপনাকে। বলে রাখি, আগামী 1 জুলাই থেকে সরকারি নির্দেশ অনুযায়ী প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার নিয়ম কার্যকর হচ্ছে।
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নতুন নিয়ম
সম্প্রতি, ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক HDFC ঘোষণা করেছে, এবার থেকে HDFC-র যেকোনও ক্রেডিট কার্ডের খরচ বাড়তে চলেছে। সেক্ষেত্রে বলে রাখি, যদি কোনও গ্রাহক Phonepe, Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে HDFC ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে 1% চার্জ লাগবে। যেই নিয়ম কার্যকর হচ্ছে 1 জুলাই থেকেই।
রান্নার গ্যাসের ক্ষেত্রে আসছে পরিবর্তন
প্যান কার্ড, ক্রেডিট কার্ডের পাশাপাশি আগামী 1 জুলাই থেকে রান্নার গ্যাস অর্থাৎ LPG বা তরল জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। আসলে প্রতিমাসের প্রথম দিনেই বিভিন্ন গ্যাস কোম্পানি বা এজেন্সিগুলি LPG সিলিন্ডারের দাম সংশোধন করে থাকে। যার মধ্যে গার্হস্থ্য এবং বাণিজ্যিক দুই সিলিন্ডারই রয়েছে।
অবশ্যই পড়ুন: শাহরুখের KKR অতীত! এবার সলমান কিনলেন ক্রিকেট টিম
প্রসঙ্গত, প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্যান্য পরিবর্তনের পাশাপাশি আগামী 1 জুলাই থেকে ICICI ব্যাঙ্কের ATM ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত খরচ গুনতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে, ব্যাঙ্কের তরফে পাওয়া 5টি ফ্রি ট্রানজাকশন শেষ হয়ে গেলে প্রতি লেনদেনের জন্য এবার থেকে 23 টাকা করে ATM চার্জ বসাবে ICICI।