এক ফোনেই ব্যবহার করা যাবে একাধিক অ্যাকাউন্ট! আসছে WhatsApp-র নতুন ফিচার

WhatsApp New Feature

সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন ধরে হোয়াটসঅ্যাপের যে ফিচারের (WhatsApp New Feature) জন্য সবাই অপেক্ষা করছিল, তা এবার আসার পথে। এবার এক ফোনেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। শুনতে পরিচিত মনে হলে এতদিন যাবৎ এই আপডেট শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার আইফোন ব্যবহারকারীরাও এই সুবিধা পাবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইমেইলের মতো এবার সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুইচ করা যাবে।

একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ

WABetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মাল্টি অ্যাকাউন্ট ফিচার বর্তমানে টেস্টিং পর্যায়ে রয়েছে। আর টেস্টফ্লাইটে যারা বেটা ভার্সন ব্যবহার করছে, তারা ইতিমধ্যে এই নতুন ফিচার ব্যবহার করতে পারছে। তবে এই সুবিধা পুরোপুরি চালু হলে ব্যবসায়িক থেকে শুরু করে অফিসিয়াল বা ব্যক্তিগত, তিন ধরনের অ্যাকাউন্ট ফোনে সহজেই পরিচালনা করা যাবে। আলাদা করে ফোন রাখার কোনও দরকার পড়বে না।

আপনার ফোনে ফিচারটি এসেছে কিনা কীভাবে বুঝবেন?

আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে এই নতুন অপশন এসেছে কিনা তা সহজেই দেখে নিতে পারবেন। এর জন্য আপনি সেটিংসে গিয়ে “Account List” নামের একটা আলাদা সেকশন দেখতে পেতে পারেন। অথবা কিউআর কোড আইকনের পাশে একটি নতুন অ্যাকাউন্ট যোগ করার মতো চিহ্ন দেখতে পাবেন। যদি এটি দেখা যায়, তাহলে বুঝে নেবেন যে নতুন ফিচারটি আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে। এখন থেকে আপনি নতুন নম্বর যোগ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

বলাবাহুল্য, বেটা ভার্সনে আপাতত ব্যবহারকারীরা দুটি অ্যাকাউন্ট যোগ করতে পারে। যার মধ্যে এক্কেবারে নতুন নম্বর যোগ করা যাবে। আবার পুরনো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট পুনরায় সংযুক্ত করা যাবে। তবে অ্যাকাউন্ট যোগ করার পর সেই অ্যাকাউন্টে সমস্ত চ্যাট সেটিংস এবং অন্যন বিকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবেই সিঙ্ক করা যায়। আর প্রতিটি অ্যাকাউন্টের নিজস্ব আলাদা সেটিংস থাকে।

আরও পড়ুনঃ ফের ED-র গেরোয় অনিল আম্বানি! ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, প্রতিটি যুক্ত হওয়া অ্যাকাউন্টের আলাদা চ্যাট হিস্ট্রি, আলাদা নোটিফিকেশন টোন, আলাদা ব্যাকআপ সেটিংস থেকে শুরু করে আলাদা মিডিয়া অটো ডাউনলোডের মতো ফিচার থাকবে। অর্থাৎ, এক ফোন হলেও প্রতিটি অ্যাকাউন্টের সেটিংস হবে আলাদা আলাদা, ব্যক্তিগত প্রোফাইলের মতোই, যা হোয়াটসঅ্যাপকে অন্যান্য মেসেজিং অ্যাপগুলির থেকে আরও এগিয়ে রাখবে। তবে কবে এই ফিচার ব্যবহারকারীদের জন্য চালু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করেনি হোয়াটসঅ্যাপ। কিন্তু ধারণা করা হচ্ছে, টেস্টিং সফল হলে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই এই ফিচারটি রোল আউট করা হতে পারে।

Leave a Comment