সহেলি মিত্র, কলকাতা: আমূল চেহারা বদলে যেতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার (South 24 Parganas)। রাস্তাঘাট থেকে শুরু করে জলের সমস্যা সহ আরও অনেক কিছু ক্ষেত্রে প্রশাসন বড় কাজ করতে চলেছে বলে খবর। আর এই সব কাজ হবে সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর আওতায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের বহু অংশে কিছু কাজ সম্পন্ন হয়েছে। যার মধ্যে অন্যতম হল বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো।
বদলে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাগরের ধসপাড়া সুমতিনগর পঞ্চায়েতের একটি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। তাই প্রশাসনের কাছে একটি টিউবওয়েলের দাবি জানিয়েছিলেন তাঁরা। আমাদের পাড়া আমাদের সমাধানে সেই দরখাস্ত পেয়ে পদক্ষেপ করে ব্লক প্রশাসন। ২ লক্ষ টাকার বেশি খরচ করে নয়া টিউবওয়েল তৈরি করে দেওয়া হয়েছে। অপরদিকে বিষ্ণুপুরের আমগাছিয়ায় একটি পাড়ার রাস্তা বহুদিন ধরে খারাপ ছিল। সেটি সংস্কারের জন্য এই শিবিরে আবেদন পড়েছিল। সেই কাজও টেন্ডার করে সেই শুরু হয়েছে।
চলতি বছরের ২ আগস্ট থেকে শুরু হওয়া ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ উদ্যোগের ফলে বহু মানুষ লাভবান হয়েছেন। বিভিন্ন জেলায় বিশেষ শিবির বসিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হয়েছে। এরপর টেন্ডার করিয়ে বেশ কিছু কাজ শুরু করেছে প্রশাসন। এছাড়াও পাইপলাইনে আরও অনেক কাজ আছে যা খুব শীঘ্রই শেষ করা হবে বলে অশা করা হচ্ছে।
কবে কাজ শেষ হবে?
জানা গিয়েছে, জেলার বহু রাস্তাঘাট থেকে পাড়ায় আলোর কাজ, নিকাশির উন্নতি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার, অথবা নতুন টিউবওয়েল বসানো– দক্ষিণ ২৪ পরগনায় আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে পড়া আবেদন থেকে ৪০ হাজারের বেশি প্রকল্পের কাজ করা হবে। ক্যাম্পে আবেদন নেওয়ার সময়সীমা শেষে এই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে একাধিক কাজের জন্য টেন্ডারও হয়ে গিয়েছে। কোথাও আবার ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় এইসব কাজের খরচ ধরা হয়েছে ৪১৬ কোটি টাকা। প্রশাসনের দাবি, জানুয়ারির মধ্যে যাবতীয় কাজ শেষ করা হবে।