বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিবাহ প্রতিটি মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে বিয়ে বললেই তো আর বিয়ে হয় না। আত্মীয়-স্বজন নিয়ে জাঁকজমক ভাবে সমস্ত নিয়মকানুন মেনেই পালিত হয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পর্ব অর্থাৎ বিয়ের অনুষ্ঠান। আর এই বিয়ের সাথে যুক্ত রয়েছে আত্মীয়-স্বজনের কাছ থেকে নানান পছন্দের উপহার পাওয়ার বিষয়টিও (Gift For Wedding)। অনেকেই হয়তো জানেন না, এই উপহারের ক্ষেত্রেই সরকারের কাছ থেকে এক প্রকার উপহার হিসেবেই বিরাট ছাড় পেতে পারেন আপনি। হ্যাঁ, বিয়ে করলে আয়কর আইনের অধীনে বড়সড় ছাড় পেতে পারেন নব দম্পতি।
বিয়ের উপহারে পাওয়া যায় বিরাট ছাড়
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত বিয়েতে পাওয়া উপহারে বড় ধরনের ছাড় দিয়ে থাকে সরকার। ভারতীয় আয়কর আইনের অধীনে, 50,000 টাকার বেশি মূল্যের উপহার পাওয়া গেলে, তাকে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে ওই উপহারের উপর বসে কর। তবে উপহারটি যদি কেউ বিয়ে উপলক্ষ্যে পেয়ে থাকেন তবে তাঁকে ওই উপহারের জন্য কোনও রকম কর দিতে হবে না। এক কথায়, উপহার যত দামিই হোক না কেন বিয়ের ক্ষেত্রে পুরোটাই করমুক্ত।
আয়কর আইন বলছে, বিয়েতে পাওয়া উপহার, নগদ হোক কিংবা কোনও সম্পত্তি বা অন্য কিছু, তার বাজার মূল্য যাই হোক না কেন তাতে কোনও রকম কর বসাবে না সরকার। মূলত বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতেই এই বিশেষ নিয়ম চলে আসছে বহু যুগ ধরেই। এক্ষেত্রে বলে রাখি, বিয়ের উপহার বিয়ের দিন না পেলে তাতে কর বসানো হবে এমন কোনও ব্যাখ্যা আইনে নেই। আয়কর আইন অনুযায়ী, উপহার বিয়ের আগে হোক কিংবা পরে সেই উপহারের উপলক্ষ্য হতে হবে বিবাহ। এ বিষয়ে মুম্বই ট্রাইব্যুনাল সম্প্রতি একটি রায়ে জানিয়েছে, উপহার বিয়ের 10 থেকে 15 দিন পরেও দেওয়া যেতে পারে। তাছাড়াও বিয়ের 11 মাস পরে পাওয়া উপহারের ক্ষেত্রেও কর ছাড় মিলেছে এমন উদাহরণও কম নেই।
অবশ্যই পড়ুন: বাসিন্দাদের মাথাপিছু আয় ১১.৪৬ লাখ! এটিই ভারতের সবচেয়ে ধনী জেলা
কীভাবে এই ছাড় দাবি করা যাবে?
প্রথমেই বলে রাখি, বিয়ে উপলক্ষ্যে পাওয়া উপহারের উপর কর ছাড়ের ক্ষেত্রে উপহার যিনি দিচ্ছেন সেই আত্মীয়ের সংজ্ঞাও ব্যাখ্যা করেছে আদালত। সেই ব্যাখ্যা অনুযায়ী, একজন ব্যক্তি যিনি বিয়ে করছেন তাঁর পরিবারের যে কেউ অর্থাৎ মা, বাবা, ভাই, বোন, দাদা, বৌদি, শশুর, শাশুড়ি, পিসির মতো আত্মীয়দের তরফে পাওয়া উপহারে কোনও রকম কর যুক্ত হবে না। এছাড়াও চলতি বছরের মার্চের একটি রায়ে আদালত সৎ ভাই, সৎ মা এমনকি সৎ বাবাদেরও আত্মীয়ের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সেক্ষেত্রে প্রশ্ন থাখতে পারে বন্ধুদের ক্ষেত্রে কী? অনেকেই বলছেন, বন্ধুরাও যেহেতু পরিচিত মহলের বাইরে নন, তাই এক্ষেত্রেও করে ছাড় মিলবে।
না বললেই নয়, বিয়ের উপহারের উপর কর ছাড় পেতে হলে ব্যক্তিকে প্রমাণ করতে হবে তিনি নির্দিষ্ট উপহারটি বিয়ের জন্যই পেয়েছেন। সেক্ষেত্রে উপহারে কর ছাড় পেতে যথাযথ প্রমাণ অর্থাৎ বিয়ের নিমন্ত্রণপত্র, উপহারদাতার তালিকা, যে উপহারটি কেনা হয়েছে তার বিল, বিয়ের ছবি বা ভিডিও সবটাই খতিয়ে দেখবেন আয়করদাতারা। উপহার যে বিয়ে উপলক্ষ্যেই দেওয়া হয়েছে তা যাচাই করতে উপহারদাতার আর্থিক সামর্থ্য কতটা সেটাও খতিয়ে দেখা হতে পারে।